জঙ্গলমহল খাতড়া

পশ্চিম মেদিনীপুর থেকে সারেঙ্গার হাতবাড়ি গ্রামে হাতির সার্জিকাল স্ট্রাইক ! আতঙ্কে গ্রামবাসীরা।

পশ্চিম মেদিনীপুর থেকে সারেঙ্গার হাতবাড়ি গ্রামে হাতির সার্জিকাল স্ট্রাইক !  আতঙ্কে গ্রামবাসীরা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুর থেকে আচমকা মাঝ রাতে হাতির সার্জিকাল স্ট্রাইকে ঘর ভাঙ্গার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ার সারেঙ্গায়।

হাতির হানায় পর,পর দুটি বাড়ী ক্ষতিগ্রস্ত হয়। বরাত জোরে যদিও বাড়ীর বাসিন্দারা বেঁচে গিয়েছেন।বন দপ্তরের সারেঙ্গা রেঞ্জের হাতবাড়ি গ্রামে হানা দিয়ে হাতিটি ভূষন মূর্মু ও লক্ষ্মীকান্ত কিসকুর মাটির কাঁচা বাড়ীর দেওয়াল ভেঙ্গে দেয়। পাশাপাশি মরসুমি সবজিরও ক্ষয়,ক্ষতি করে এই হাতিটি। ফলে এই হাতির আচমকা হানাদারি নিয়ে চরম আতঙ্কে রয়েছেন গ্রামের মানুষ।

অন্যদিকে,বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের ডিএফও দেবাশিস মহিমা প্রসাদ প্রধান বলেন, হাতিটি পশ্চিম মেদিনীপুরের রূপনারায়ণের জঙ্গল থেকে হাতবাড়ীতে ঢুকে হামলা চালিয়েছে। এতে যে ক্ষয় ক্ষতির ঘটনা ঘটেছে তা,খতিয়ে দেখে বন দপ্তর ক্ষতি পূরণের ব্যবস্থা করবে।

Next Story