ব্রেকিং নিউজ

প্রাক্তন মন্ত্রী ও বিষ্ণুপুরের পুরপ্রধান শ্যাম মুখোপাধ্যায় কে ছুরি নিয়ে আক্রমনের চেষ্টা, গ্রেপ্তার বিষ্ণুপুর পুরসভার অস্থায়ী কর্মী মিলন দাস। এলাকায় চাঞ্চল্য !

প্রাক্তন মন্ত্রী ও বিষ্ণুপুরের পুরপ্রধান শ্যাম মুখোপাধ্যায় কে ছুরি নিয়ে আক্রমনের চেষ্টা, গ্রেপ্তার বিষ্ণুপুর পুরসভার অস্থায়ী কর্মী মিলন দাস। এলাকায় চাঞ্চল্য !
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ীতে চড়াও হয়ে,প্যান্টের পিছনের পকেটে লোহার পাইপের ভেতর লুকানো ছুরি নিয়ে, আক্রমণের ছক কষেছিল মিলন দাস নামে বিষ্ণুপুর পুরসভার এক অস্থায়ী কর্মী।

শেষে সুরক্ষা কর্মীদের সন্দেহ হওয়ায়, তাকে আটকে তল্লাসি করলে ছুরি বেরিয়ে পড়ে।

ছুরি উদ্বার হওয়ার ফাঁকেই চম্পট দেয় মিলন।

পরে বিষ্ণুপুর থানার পুলিশ মিলন দাস নামে ওই যুবক কে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করে লোহার পাইপ ও ছুরিটিও।

মিলন বিষ্ণুপুরের ৫ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা এবং এক বিজেপি কাউন্সিলারের ঘনিষ্ঠ বলে জানা গেছে। সোমবার রাতে,বিষ্ণুপুরের থানাগোড়া এলাকায় নিজের বাড়ীর অফিস রুমে, লোকজনদের সাথে কথা বলছিলেন শ্যাম বাবু,আচমকা ওই যুবক ঢুকে পড়ে। শ্যাম বাবুর ওপর কি উদ্দেশ্যে আক্রমনের ছক কষেছিল ওই যুবক, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরোদমে!

ঘটনার পর শ্যাম বাবু অসুস্থ বোধ করায়, তার পারিবারিক চিকিৎসক প্রাথমিক চিকিৎসাও করেন শ্যাম বাবুর।

শ্যাম বাবু এই ঘটনায় বিজেপির দিকেই ষড়যন্ত্রের আঙ্গুল তুলেছেন!যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

সোমবার সকালে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি স্বপন ঘোষের ঘরে হামলা ও দুই বিজেপি কর্মীকে মারধরের জের কাটতে না কাটতেই,রাতে শ্যাম বাবুকে আক্রমনের এই চেষ্টা, বিজেপির পাল্টা ক্ষমতা জাহিরের জের কিনা? তা নিয়েও, জোর জল্পনা শুরু হয়েছে মন্দির নগরী বিষ্ণুপুরে!

#দেখুন ভিডিও।[embed]

Next Story