বসত বাড়ীতে গাঁজার চাষ! আচমকা আবগারি হানা! তার পর কি ঘটল? দেখুন ভিডিও।
BY Bankura 24x720 Jun 2019 2:10 PM GMT

X
Bankura 24x720 Jun 2019 2:10 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গোপন সূত্রে খবর পেয়ে বসত বাড়ীতে হানা দিয়ে বেশ কিছু অবৈধ ভাবে চাষ করা গাঁজা গাছ নষ্ট করল আবগারি দপ্তর। আজ জেলার গঙ্গাজলঘাটি থানার কেশিয়াড়া গ্রামে জনৈক চিত্তরঞ্জন বাদ্যকরের বাড়ীতে হানা দিয়ে তারই একটি অর্ধ নির্মিত বাড়ীতে চাষ করা বেশ কিছু গাঁজা গাছ নষ্ট করে আবগারি দপ্তর। তবে বাড়ীর কর্তা চিত্তরঞ্জন বাবু সেই সময় বাড়ীতে না থাকায় তাকে ধরতে পারেনি আবগারি দপ্তরের আধিকারিকরা। এদিকে,বাড়ীর কর্তী পুতুল দেবীর দাবী গাঁজা চাষ করা হয়নি তা আপনা আপনি গজিয়েছে। আন্যদিকে, আবগারি দপ্তরের ও,সি সন্তোষ সেনগুপ্ত জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেবে দপ্তর।
#দেখুন 🎦 ভিডিও।[embed]
Next Story