ব্রেকিং নিউজ

দুর্নীতি দমন শাখার ভুয়ো আধিকারিক সেজে দুই ভাইয়ের প্রতারনা চক্র। পুলিশের জালে ৮ প্রতারক।

দুর্নীতি দমন শাখার ভুয়ো আধিকারিক সেজে দুই ভাইয়ের প্রতারনা চক্র। পুলিশের জালে ৮ প্রতারক।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দুই ভাই মিলে গাড়ীতে নীল বাতি,আর দূর্নীতি দমন শাখার ভুয়ো বোর্ড লাগিয়ে রাস্তায়,রাস্তা পন্যবাহী লরি আটকে টাকা আদায়ের পেশা ফেঁদেছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এই দুই ভাই,এবং তাদের দুটি গাড়ীর চালক সহ বাকি চার সাগরেদ।

বুধবার রাতে ছাতনার কাছে চুড়ুরি মোড়ে এদের ধরা হয়। গঙ্গাজলঘাটি থানার পুলিশ দুই লরি মালিকের কাছে লরি আটকে হয়রানির অভিযোগ পেয়ে হানা দিলে পুরো চক্রটি ধরা পড়ে যায়। জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও বাঁকুড়া২৪x৭ কে জানান, এই আট জন ভুয়ো অফিসার সেজে এই কারবার চালাচ্ছিল। তাদের দুটোগাড়ী,গাড়ীর চালক সহ ৮ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।এদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চালাবে পুলিশ।

হুগলীর চুঁচুড়ার বাসিন্দা অভিষেক রায় আর অরিজিৎ রায় এই দুই ভাই এই চক্রের মূল দুই পান্ডা।বাকি চুঁচুড়া ও ব্যন্ডেলের কয়েক জন সাগরেদকে নিয়ে সে এই কারবার চালাচ্ছিল।

গঙ্গাজলঘাটি থানার পুলিশ এদের গ্রেপ্তার করে আজ বাঁকুড়া জেলা আদালতে তুললে গাড়ীর দুই চালক কে ১৪ দিনের জেল হেপাজত এবং বাকী দের ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক।

#দেখুন ভিডিও।[embed]

Next Story