Home > ব্রেকিং নিউজ > #Fani Update : মধ্য রাতে বাড়বে জেলায় ঝড়ের দাপট, ঘন্টায় বেগ থাকবে ৭০ কিমি,সাথে ভারী বৃষ্টি।
#Fani Update : মধ্য রাতে বাড়বে জেলায় ঝড়ের দাপট, ঘন্টায় বেগ থাকবে ৭০ কিমি,সাথে ভারী বৃষ্টি।
BY Bankura 24x73 May 2019 5:11 PM GMT

X
Bankura 24x73 May 2019 5:11 PM GMT
#ফণি আপডেট : রাত বাড়ার সাথে,সাথে জেলাতেও বাড়বে ফণির প্রভাব। মধ্য রাতে বাড়বে ভারী বৃষ্টিপাতের পরিমানও। ভোর পর্যন্ত বৃষ্টি পাতের পরিমান ৫০ মিলি ছাড়াতে পারে। রাত্রি ১টা নাগাদ ঘূর্নিঝড়ের বেগ বাড়বে। অন্তত ৭০ কিমি গতি থাকবে প্রতি ঘন্টায়। তার পর ধীরে ধীরে কমবে ঝড়ের গতি। তবে ভোর চারটে পর্যন্ত জেলায় ফণির প্রকোপে পড়তে হবে জেলাবাসী কে এমনি খবর মিলেছে হাওয়া অফিস সূত্রে।
Next Story