জঙ্গলমহল খাতড়া

সিমলাপালে বাজ পড়ে মৃত্যু বাবার,গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে।

সিমলাপালে বাজ পড়ে মৃত্যু বাবার,গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাজ পড়ে মৃত্যু হল বাবার।আর এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হল উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী মেয়েকে। আজ বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সিমলাপাল থানা এলাকার জামিরডিহা গ্রামে।পুলিশ জানিয়েছে, মৃতের নাম মনোরঞ্জন মান্ডি এবং আহত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মৃতের মেয়ে সন্ধ্যামনি মান্ডি। সন্ধ্যর সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। এদিন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পরেই এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পড়ছিল। আচমকা বাজ পড়লে বাড়ীতেই গুরুতর জখন হন বাবা ও মেয়ে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে সিমলাপাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা মনোরঞ্জন কে মৃত বলে ঘোষনা করেন। আর তার মেয়ের হাসপাতালে চিকিৎসা চলছে।

মেয়ে সন্ধ্যামণি সিমলাপাল মঙ্গলময় বালিকা বিদ্যামন্দিরের ছাত্রী।তার পরীক্ষার সিট পড়েছিল বিক্রমপুর আরডি হাইস্কুলে বলে জানিয়েছেন তার স্কুলের প্রধান শিক্ষিকা শিলা পাত্র। তিনি আরও জানান, ছাত্রীটি চাইলে সে যাতে হাসপাতালে বসেই বাকী পরীক্ষাগুলি দিতে পারে সে বিষয়ে অনুমতির জন্য জেলার উর্ধতন কর্তৃপক্ষকে তিনি আর্জি জানিয়েছেন। অন্যদিকে, এই ঘটনাকে খুবই মর্মান্তিক আখ্যা দিয়ে খাতড়া মহকুমার পুলিশ আধিকারিক বিবেক বর্মা জানান,পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। আকষ্মিক এই মৃত্যুর ঘটনায় গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Next Story