নজরে ভোট

সৌমিত্রের জেলায় ঢোকা মানা হাইকোর্টের, তাই প্রচারে নামলেন বাবা,মা,স্ত্রী।

সৌমিত্রের জেলায় ঢোকা মানা হাইকোর্টের, তাই প্রচারে নামলেন বাবা,মা,স্ত্রী।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :গত বুধবারই কলকাতা হাইকোর্টের জারী হওয়া নির্দেশে বাঁকুড়া জেলায় প্রবেশের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বেড়েছে। ফলে আরও ৬ সপ্তাহ জেলায় পা রাখতে পারবেননা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। যার জেরে নিজের কেন্দ্রের সিংহভাগ এলাকায় প্রচার শুরু করতেই পারেন নি সৌমিত্র।এই অবস্থায় তার হয়ে ভোট প্রচারে নামলেন তার মা,বাবা এবং স্ত্রী সুজাতা। বড়জোড়ায় সৌমিত্রর প্রচারে তার বাবা ধনঞ্জয় খাঁ, আর মা ছায়ারাণী ও স্ত্রী সুজাতা।

পেশায়শিক্ষিকা স্ত্রী সুজাতার কোনো দিনই রাজনীতির সাথে সরাসরি যোগ ছিলনা।কিন্তু পরিস্থিতির ফলে স্বামীর হয়ে পুরো পরিবার কে সাথে নিয়ে আজ রবিবার থেকেই দলের নির্দেশ মত তিনি প্রচার,ও জনসংযোগের কাজ শুরু করলেন। এদিন বিকেলে বড়জোড় থেকে আনুষ্ঠানিক ভাবে প্রচারের সুচনা করলেন সুজাতা দেবী। সৌমিত্র খাঁ জানান তার অনুপস্থিতিতে তার পরিবারের সদস্যরা প্রচার চালাবেন।

#দেখুন 🎦 ভিডিও👇[embed]

Next Story