ব্রেকিং নিউজ

সোনামুখী পুরসভার ফরোয়ার্ড ব্লকের কাউন্সিলর কেন তৃণমূলে যোগ দিলেন ? জানতে পড়ুন এই প্রতিবেদন।

সোনামুখী পুরসভার ফরোয়ার্ড ব্লকের কাউন্সিলর কেন তৃণমূলে যোগ দিলেন ? জানতে পড়ুন এই প্রতিবেদন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের জেলায় বাম ঐক্যে ফাটল!এবার সোনামুখী পুরসভার এক ফরোয়ার্ড ব্লকের পুর সদস্যাকে নিজেদের দলে টানল শাসক দল তৃণমূল কংগ্রেস!

ছাতনার বামুনকুলিতে, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায়, ফরোয়ার্ড ব্লক দল ছেড়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমুল কংগ্রেসে যোগ দিলেন সোনামুখী পুরসভার ১১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর ঝিলিক দত্ত।

এই বাম কাউন্সিলরের দাবী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং নিজের এলাকার উন্নয়নে গতি আনতেই তার আজ তৃণমূলে যোগদান।

তাছাড়া সোনামুখী পুর সভার চেয়ারম্যান সুরজিৎ মুখোপাধ্যায় সম্পর্কে জ্যেঠু হওয়ায় এবং তাঁর কাছ থেকে সব কাজে সহযোগিতা মেলায়, শেষে জ্যেঠুর দলেই যোগ দিলেন এলাকার এই জনপ্রিয় কাউন্সিলর ঝিলিক দেবী।

#দেখুন ভিডিও।[embed]

Next Story