ব্রেকিং নিউজ

ভাইরাল হওয়া প্রেসক্রিপশন থেকে ভয়! সত্যিই কী করোনা ছড়াচ্ছে বড়জোড়ায়? জানতে দেখুন ভাইরাল যাচাই।

ভাইরাল হওয়া প্রেসক্রিপশন থেকে ভয়! সত্যিই কী করোনা ছড়াচ্ছে বড়জোড়ায়? জানতে দেখুন ভাইরাল যাচাই।
X

#বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন: ভাইরাল যাচাইঃ- সোস্যাল মিডিয়ার ওয়ালে,ওয়ালে ঘুরছে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের একটি প্রেসক্রিপশন। যা নিমেষে ভাইরাল হয়ে জেলার বড়জোড়া শিল্পাঞ্চল জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। আমাদের দপ্তরেও ফোন এসেছে দিনভর। সবার একটাই আশঙ্কা তাহলে কি বড়জোড়াতেও ছড়াল কোভিড-১৯ ভাইরাস? আর এই প্রেসক্রিপশনে নজর ফেলা মাত্র মানুজন ভেবে নিচ্ছেন এটা সত্যি। তার ওপর এতে লেখা আছে ১৩ মার্চ বড়জোড়া অডিটোরিয়ামে একটি বিয়ের অনুষ্ঠানে করোনা পজেটিভের সংস্পর্শে আসেন এই ব্যক্তি। আর যেহেতু শেওড়াফুলির আক্রান্ত ব্যক্তি বড়জোড়া এসেছিলেন। তাই সকলেই ধরে নিচ্ছেন যে ওখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে।

*এই সেই ভাইরাল হওয়া প্রেসক্রিপশন। আর তাতেই আক্রান্ত হয়েছেন এই ব্যক্তি। কিন্তু আসলে ওই ব্যক্তি করোনা আক্রান্ত হন নি। বড়জোড়ার এই ৪৯ বছরের চাল ব্যবসায়ী গলাব্যাথা, জ্বর, সর্দি উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। এবং হিস্ট্রি হিসেবে বিয়ে বাড়ীতে করোনা পজেটিভ ব্যক্তির নিবিড় সংস্পর্শে আসেন বলে চিকিৎসকদের জানান।সেইমতো প্রেসক্রিপশনে চিকিৎসক রেফারেন্স হিসেবে ঘটনা উল্লেখ করেন। এটার অর্থ এই নয় যে তিনি করোনা রোগগ্রস্ত। আর চিকিৎসক এডভাইস হিসেবে প্রয়োজনে বাঁকুড়া মেডিকেল কলেজে দেখানোর পরামর্শ দেন। এমন নয় যে তিনি বাঁকুড়া মেডিকেলে ভর্তি আছেন। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে এই প্রেসক্রিপশনটি কি জাল? না এটা জাল নয়। কিন্তু এর থেকে যে করোনা ছড়িয়েছে বলে ধারণা ছড়াচ্ছে তা ভিত্তিহীন। কারন এই ব্যক্তি যে কোভিড -১৯ পজেটিভ তার কোন নমুনা পরীক্ষার ফল নেই। এবং তিনি যে সন্দেহভাজন করোনা রোগী এমনটাও নয়। কারণ তা হলে তিনি আইসোলেশন ওয়ার্ডে থাকতেন। এখন প্রশ্ন আসতেই পারে তাহলে প্রকৃত ঘটনা কি ঘটেছিল।আমরা জেলা স্বাস্থ্য দপ্তর,স্থানীয় প্রশাসন এবং ওই ব্যক্তির প্রতিবেশী সূত্রে এই ঘটনা যাচাই করে যেটা পেয়েছি তা হলঃ উনি ১৩ তারিখে বিয়েবাড়ীর অনুষ্ঠানে গিয়েছিলেন এটা ঠিক। কিন্তু শেওড়াফুলির করোনা আক্রান্ত প্রৌঢ় ওই বিয়েবাড়ীতে যোগ দিয়েছিলেন তার কোন প্রমাণ নেই। বরং ওইদিন তিনি দূর্গাপুরে ফিরে হোটেলে রাত কাটিয়েছিলেন। এছাড়া স্থানীয়দের দাবী,এই ব্যক্তি খানিকটা ভীতু প্রকৃতির। তাই সামান্য জ্বর, গলাব্যাথা হতেই তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং হাসপাতালে গিয়ে করোনা আক্রান্তের আশঙ্কা করেন। যদিও তিনি করোনা আক্রন্ত নন। এখন তিনি বাড়ীতেই রয়েছেন। গতকাল ৩০ মার্চ দুপুর পৌনে তিনটে নাগাদ বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে দেখান। তার পর থেকে তার কোনো শারিরীক অবনতি ঘটেনি। তবে তিনি নিজের বাড়ীতে হোম আইসোলেশনে রয়েছেন। কিন্তু করোনা রোগের কোনো উপসর্গ নেই ওই ব্যাক্তির। তাই বাঁকুড়া২৪X৭ এর ভাইরাল যাচাই টীমের মূল্যায়ণের পর ফলাফল যা মিলল তা হল এই ভাইরাল প্রেসক্রিপশন ভুয়ো নয় এটাও যেমন ঠিক,তেমনি এই প্রেসক্রিপশনের নিরিখে বড়জোড়া শিল্পাঞ্চলে করোনা ছড়ানোর কোন আশঙ্কা নেই। তাই কারও ভয়ের কিছুই নেই। বাড়ীতে থেকে লকডাউন মেনে চলুন,আর করোনাকে ঠেকান।নিজে বাঁচুন,অন্যকেও বাঁচান।গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না।। কোন খবর বা ভাইরাল তথ্য যাচাইয়ের জন্য আমাদের হেল্প লাইনে যোগাযোগ করতেপারেন। যে কোনো পোস্টের সত্যতা ১০০% নিশ্চিত না হয়ে শেয়ার করবেন না। এই অনুরোধ রইল।

Next Story