ব্রেকিং নিউজ

সাংসদ সৌমিত্রের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে ৩ লক্ষ টাকা প্রতারনার অভিযোগ দায়ের বড়জোড়া থানায়,তারই এক আত্মীয় এই অভিযোগ দায়ের করেন। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে।

সাংসদ সৌমিত্রের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে ৩ লক্ষ টাকা প্রতারনার অভিযোগ দায়ের বড়জোড়া থানায়,তারই এক আত্মীয় এই অভিযোগ দায়ের করেন। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে বড়জোড়া থানায় দায়ের হল প্রতারণার অভিযোগ। শুক্রবার তার বিরুদ্ধে এই মামলা দায়ের করে তারই এক আত্মীয়। থানায় লিখিত অভিযোগে দাবী করা হয়েছে যে,সৌমিত্র চাকরী দেবার নাম করে ওই আত্মীয়ের কাছে২০১৭ সালে ৩ লক্ষ টাকা নিয়েছিল। তার পর চাকরীও মেলেনি এবং টাকা ফেরত পাননি অভিযোগকারী। অবশেষে, সৌমিত্রের নামে প্রতারনার মামলা দায়ের করে সে। এই অভিযোগকারী প্রশান্ত মন্ডল সম্পর্কে সৌমিত্রের মামাতো ভাই বলে জানা গেছে।

যদিও,সৌমিত্র খাঁ এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন,তিনি বলেন এতদিন কেন আমার বিরুদ্ধে ও অভিযোগ দায়ের করে নি? যেই আমি তৃণমূল ছাড়লাম, তখনই অভিযোগ দায়ের হল!এর থেকে এটা পরিস্কার যে, আমাকে মিথ্যে মামলায় ফাঁসাতেই তৃণমূলই জোর করে তাকে দিয়ে মিথ্যে মামলা দায়ের করিয়েছে।এটা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।

মানুষ আমার পাশে আছেন,সাথে আছেন তারা সব বোঝেন।বিজেপিতে যোগ দেওয়ায় এমন কান্ড ঘটাচ্ছে তৃণমুল কংগ্রেস বলেও দাবী করেন তিনি।এদিকে,জেলার পুলিশ সুত্রে জানা গেছে,এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বড়জোড়া থানার পুলিশ।

Next Story