ব্রেকিং নিউজ

বেলিয়াতোড়ে পোল্ট্রি ফার্মে আগুন, ভস্মীভূত প্রায় আড়াই হাজার মুরগী!

বেলিয়াতোড়ে পোল্ট্রি ফার্মে আগুন, ভস্মীভূত প্রায় আড়াই হাজার মুরগী!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আচমকা আগুন লেগে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেল একটি পোল্ট্রি ফার্ম। আজ ভোর রাতে জেলার বেলিয়াতোড় থানার জোড়শাল গ্রামে ঘটে এই অগ্নিকান্ডের ঘটনা। বাঁকুড়া থেকে দমকল পোঁছানোর আগেই ফার্মের প্রায় আড়াই হাজার মুরগী পুড়ে মারা পড়ে। ভোর তিনটের ঘটনা হওয়ায় প্রথমে গ্রামবাসীরা তা টের পাননি।পরে পোড়া মাংসের গন্ধ ছড়াতেই গ্রামবাসীরা বাড়ী থেকে বের হয়ে বসতি এলাকা থেকে দূরে থাকা এই পোল্ট্রি ফার্মে গিয়ে দেখেন আগুন পুরোপুরি ছড়িয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পোল্ট্রি ফার্মের মালিক আশীষ দেয়াশী। তিনি জানান, ঘটনা ঘটার আগে রাত ১ টা পর্যন্ত ফার্মে ছিলেন।রাত তিনটে নাগাদ আগুন লাগে। ফলে বিপুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/11th-february-suvendu-adhikari-has-fixed-the-target-of-gathering-of-50000-booth-workers-at-the-chief-minister-mamata-banerjees-meeting-at-bankura/img-20200203-wa0043/" rel="attachment wp-att-7962">

Next Story