চলে গেলেন ইন্দপুরের প্রাক্তন বিধায়ক ও সিপিআই নেতা ইন্দ্রজিৎ টাঙ্গী।
BY Bankura 24x72 Nov 2019 9:40 AM GMT

X
Bankura 24x72 Nov 2019 9:40 AM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (উত্তম দে,জয়পুর) : চলে গেলেন জেলার বর্ষীয়ান বাম নেতা ইন্দ্রজিৎ টাঙ্গী। আজ ভোরে জয়পুরের খাটুল গ্রামে নিজের বাস ভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
ইন্দ্রজিৎ বাবু জেলার ইন্দপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক এবং বর্তমানে সিপিআই দলের বাঁকুড়া জেলা সম্পাদক ও সিপিআই দলের রাজ্য পরিষদের সদস্য পদে আসীন ছিলেন। তার মরদেহ নিয়ে শেষ যাত্রায় সামিল হন তাঁর দলের কর্মী, সমর্থক,ও নেতৃবৃন্দ। জেলার এই বাম নেতার প্রয়ানে জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story