বাজার-বানিজ্য

সোমবার থেকে বাঁকুড়া পুরসভা চালু করছে অনলাইন ট্রেড লাইসেন্স পরিষেবা,জেনে নিন আবেদনের সাত -সতেরো।

সোমবার থেকে বাঁকুড়া পুরসভা চালু করছে অনলাইন ট্রেড লাইসেন্স  পরিষেবা,জেনে নিন আবেদনের সাত -সতেরো।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :এবার ঘরে বসেই ট্রেড লাইসেন্সের আবেদন করতে পারবেন বাঁকুড়া পুর এলাকার বাসিন্দারা। সোমবার থেকে এই পরিষেবা চালু হয়ে যাচ্ছে বলে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বাঁকুড়া পুরসভার উপ পুরপ্রধান দিলীপ আগরওয়াল। আগামী এপ্রিল, মে নাগাদ একই ভাবে অনলাইনে ট্রেড লাইসেন্স রিনিউ করতে পারবেন শহরের ব্যবসায়ীরা বলেও জানান তিনি। পাশাপাশি অন লাইনে বাড়ীর ট্যাক্স দেওয়ার পরিষেবাও চালু হবে শীঘ্রই। তার জন্য বর্তমান বাড়ীর হোল্ডিং নাম্বার আমুল বদলে যাবে। নুতন করে ওয়ার্ড ভিত্তিক ইউনিক হাউস হোল্ডিং নাম্বার সিস্টেম চালু হবে। এই প্রক্রিয়া শেষ হলেই বাড়ীর হোল্ডিং ট্যাক্সও দেওয়া যাবে অনলাইনে। ফলে হায়রানি কমবে পুরবাসীর। এক্ষেত্রে কয়েক মাস সময় লাগলেও আগামী কাল থেকে অনলাইনে ট্রেড লাইসেন্সের আবেদন করা যাবে। সেটা কিভাবে করবেন তা জেনে নিন :

প্রথমে আপনাকে https://edistrict.wb.gov.in সাইটে গিয়ে সিটিজেন রেজিষ্ট্রেশন করে নিজের পাসওয়ার্ড ক্রিয়েট করে ইউসার আইডি বানান। এর পর অল সার্ভিসে ক্লিক করে issuance of trade licences in Municipal Areas সিলেক্ট করুন। এর পর eligibility criteria তে চোখ বুলিয়ে নিন।সেই মতো পরের ধপে Apply সিলেক্ট করে next পেজে গিয়ে Form fill up অপশনে গিয়ে save & next করুন। ফের 2nd Form fill up অপশনে যান। তথ্য ভরে save & next করুন। এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসের ফটোকপি Attach করে ফের Save & next করে Submit ক্লিক করলেই আপনার আবেদনের কাজ হয়ে যাবে। এবং আপনি সাথে,সাথে AIN অর্থাৎ application acknowledgement পেয়ে যাবেন। অবশ্যই এটা ডাউনলোড করে রাখতে ভুলবেন না।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/bloody-bodies-recovered-at-village-adjoining-field-in-simalapal-sdpo-of-khatara-started-investigation/img-20200311-wa0045/" rel="attachment wp-att-8342">

Next Story