Home > ব্রেকিং নিউজ > গঙ্গাজলঘাটিতে বন্ধ কারখানায় দূস্কৃতি হানা, চার নিরাপত্তারক্ষীকে ব্যাপক মার! #দেখুন ভিডিও প্রতিবেদন।
গঙ্গাজলঘাটিতে বন্ধ কারখানায় দূস্কৃতি হানা, চার নিরাপত্তারক্ষীকে ব্যাপক মার! #দেখুন ভিডিও প্রতিবেদন।
BY Bankura 24x727 May 2019 10:40 PM IST

X
Bankura 24x727 May 2019 10:40 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বন্ধ থাকা একটি কারখানায় যন্ত্রাংশ চুরির উদ্দ্যেশ্যে দুস্কৃতি
দল হানা দিয়ে, ওই কারখানার চার নিরাপত্তা রক্ষীকে ব্যাপক মারধর করে। আহত নিরাপত্তারক্ষীরা হাস্পাতালে চিকিৎসাধীন।জানা গেছে,রবিবার রাতে, আগ্নেয়াস্ত্র নিয়ে জনা ৩০ এর এক দুস্কৃতি দল কারখানার যন্ত্রাংশ চুরি করতে ঢোকে।নিরাপত্তারক্ষীরা বাধা দিলে, তাদের মাথায় বন্ধুক ঠেকিয়ে মারধর করা হয়।ঘটনা টের পেয়ে গ্রামবাসীরা এসে তাদের উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।ঘটনার তদন্ত শুরু করাছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ।
#দেখুন 🎦ভিডিও। 👇[embed]
Next Story