জঙ্গলমহল খাতড়া

লকডাউনে জঙল থেকে রাজপথে গজরাজ! ধান বোঝাই লরি আটকে সারল পেটপূজো।

লকডাউনে জঙল থেকে রাজপথে গজরাজ! ধান বোঝাই লরি আটকে সারল পেটপূজো।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (সঞ্জয় ঘটক, সারেঙ্গা): লকডাউনে জঙ্গল থেকে রাজপথে লরি আটকে ভুরিভোজ গজরাজের। আর এই দৃশ্য চাক্ষুষ করতে শয়ে,শয়ে গ্রামবাসী লকডাউন ভেঙ্গে নেমে পড়লেন রাজপথে। চলল মোবাইলে ভিডিও বন্দির পাশাপাশি সেলফি তোলার ধুম।জীবন কে বাজি রেখে সেলফি তোলার হুড়োহুড়ি ছিল বিশেষত যুবদের মধ্যে। আজ সকালে এই ঘটনা ঘিরে চাঞল্য ছড়ায় বাঁকুড়ার সারেঙ্গা থানা এলাকার কারভাঙ্গা জঙ্গল লাগোয়া সারেঙ্গা-চন্দ্রকোনা রোডে। কারভাঙ্গা জঙ্গল থেকে হাতিটি রাস্তায় বেরিয়ে ধান বোঝাই একটি লরি থামিয়ে ধান খায় পেটপুরে। পেট ভরে খাওয়ার পর্ব সেরেই ফের জঙ্গলে ফিরে যায় হাতিটি। হাঁফ ছেড়ে বাঁচেন লরির চালক। সাত সকালে গজরাজের এই কান্ড দেখতে প্রচুর মানুষ ভীড় জমান। ঘটনা স্থলে পোঁছন বনকর্মীরাও।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story