বাজার-বানিজ্য

সমবায় রত্ন পুরষ্কার পেয়ে উজ্জীবিত গেলিয়া সমবায় সমিতি, নুতন বছরে সিবিএস পরিষেবা ও এগ্রি মেশিনারী হাবস সহ হাজার মেট্রিকটনের গোডাউন উপহার চাষীদের।

সমবায় রত্ন পুরষ্কার পেয়ে উজ্জীবিত গেলিয়া সমবায় সমিতি, নুতন বছরে সিবিএস পরিষেবা ও এগ্রি মেশিনারী হাবস সহ হাজার মেট্রিকটনের গোডাউন উপহার চাষীদের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (উত্তম দে,জয়পুর): চাষীদের আরও উন্নত পরিষেবা দিতে আগামী জানুয়ারী মাস থেকে কোর ব্যঙ্কিং সার্ভিসের মাধ্যমে নেট ব্যঙ্কিং ও আরটিজিএস ব্যবস্থা চালু করছে জয়পুর ব্লকের গেলিয়া সমবায় সমিতি।

পাশাপাশি,এগ্রিকালচারাল মেশিনারি হাবস,চাষীদের পটেটো হার্বেস্টার সরবরাহ,ও হাজার মেট্রিক টনের গোডাউন তৈরী এবং স্বয়ম্ভর গোষ্ঠীর জন্য একগুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে এই সমবায়। এমনটাই জানিয়েছেন, সমবায়ের সম্পাদক কেবল পাল।

প্রসঙ্গত,জেলার এই সমবায়টি সদস্য তৈরীতে নজীর গড়ার জন্য রাজ্য স্তরে সম্প্রতি সমবায় রত্ন পুরষ্কারও পেয়েছে।

জেলার কৃষি প্রধান জয়পুর ব্লকে চাষীদের পাশাপাশি, এলাকার মহিলাদের সাবলম্বী করে তুলতে জেলার কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ও রাজ্য সমবায় ব্যাঙ্কের পৃষ্ঠপোষকতায় কাজ করে, এলাকার অর্থনৈতিক ভিতকে মজবুত করতে কোমর বেঁধে নেমে পড়েছেন সমিতির পরিচালন সমিতির সদস্যরা।

স্থানীয়দের দাবী, রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক গুলির পরিষেবাকেও এবার ছাপিয়ে যাবে এই সমবায় ব্যঙ্কের পরিষেবা।

#দেখুন ভিডিও।[embed]

Next Story