খেলা

জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল জঙ্গলমহলের পিছিয়ে পড়া আদিবাসী পড়ুয়াদের ক্রীড়াও শারীরশিক্ষা শিবির।

জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল  জঙ্গলমহলের পিছিয়ে পড়া আদিবাসী পড়ুয়াদের ক্রীড়াও শারীরশিক্ষা শিবির।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জঙ্গলমহলের পিছিয়ে পড়া আদিবাসী ছাত্র,ছাত্রীদের শারীর শিক্ষা ও ক্রীড়া নৈপূণ্যে পারদর্শী করে তুলতে, বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পরিচালনায় ও পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ৬দিনের একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল রাইপুরে।

এই শিবিরে ৫২২ জন শিক্ষার্থী অংশ নেয়।পিটি,প্যারেড,এথ্যালেটিকস,ফুটবল,ভলিবল,কাবাডি,

যোগ ব্যায়াম, বিভিন্ন রকমের ড্রিল এবং লোকনৃত্যের প্রশিক্ষণ দেওয়া হয় তাদের।

১৭ ই ডিসেম্বর শিবিরের পরিসমাপ্তি অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন অভি প্রদর্শনীর পসরা সকলকে মুগ্ধ করে।

এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে জিলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, রাইপুরের বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, বিডিও সঞ্জীব দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।

বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সম্পাদক রবীন মন্ডল জানান,আদিবাসী সমাজের পিছিয়ে পড়া ছেলে মেয়েরা নিষ্ঠার সাথে এই শিবিরে প্রশিক্ষণ নিয়ে তাদের স্কিল ডেভেলপমেন্টের কাজে অনেকখানি সফল। পরবর্তী সময়ে তারা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিলেই, এই শিবিরের সুফল হাতে নাতে টের পাবে।

পাশাপাশি,তিনি বলেন রাইপুরের মতো জেলার জঙ্গলমহলের অন্যান্য ব্লকেও শিবির সংগঠিত করার পরিকল্পনা রয়েছে জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের।

Next Story