ব্রেকিং নিউজ

প্লাসটিক মুক্ত শহর গড়তে পথে নামলেন জেলাশাসক,পুরপ্রধান। পথের ধারে আবর্জনার স্তূপ দেখে উষ্মা প্রকাশ জেলাশাসকের!

প্লাসটিক মুক্ত শহর গড়তে পথে নামলেন জেলাশাসক,পুরপ্রধান। পথের ধারে আবর্জনার স্তূপ দেখে উষ্মা প্রকাশ জেলাশাসকের!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : প্লাসটিক মুক্ত শহর গড়তে পথে নামলেন জেলাশাসক ও পুরপ্রধান। আর, তাদের সাথে পায়ে,পা মেলালেন শহরের বুদ্ধিজীবী,সমাজসেবী, বিভিন্ন স্কুলের পড়ুয়া,স্বেচ্ছাসেবী সংগঠন ও ট্রাফিক পুলিশ বাহিনীর সদস্যরা।

ছিলেন বিধায়ক শম্পা দরিপা,উপ পুর প্রধান দিলীপ আগরওয়াল প্রমুখ।

আজ, শহর জুড়ে এই পদযাত্রার মধ্যেই বিড়ম্বনায় পড়তে হয় পুর প্রশাসনকে!

পদযাত্রার পথেই, মাচানতলার কুয়োতলার মোড়ে বিশাল আবর্জনার স্তূপ দেখে উষ্মা প্রকাশ করেন খোদ জেলাশাসক উমাশঙ্কর এস।

এই অবস্থায় খানিকটা অস্বস্তিতেও পড়ে যান তিনি।

আবর্জনার দূর্গন্ধে, পদযাত্রায় সামিল হওয়া লোকজন দের নাক চাপতেও দেখা যায়!

যদিও, পুর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্তের দাবী, ওই জায়গায় শহরের আবর্জনা জমা করে রাখা হয়।পরে তা সরিয়ে নেওয়া হয়। এটা গত রাতের আবর্জনা। আমরা শীঘ্রই এগুলো সরিয়ে নেব বলেও আশ্বাস দেন তিনি। এবং পরবর্তী সময়ে এই সমস্যার স্থায়ী সমাধনেরও পৌরসভা উদ্যোগ নেবে বলেও জানান।

অন্যদিকে, এই সমস্যা মেটাতে পুরসভাকে আরো সক্রিয় হতে হবে বলে মনে করেন জেলাশাসক উমা শঙ্কর এস।

তিনি বলেন, পুরসভা নিয়মিত আবর্জনা পরিস্কার করে। কোনো কারণে, কোনো জায়গায় আবর্জনা জমে থাকলে পুরবাসীরা জেলাশাসক বা মহকুমাশাসকের নজরে আনলেও সেই সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।পাশাপাশি, সপ্তাহ দুয়েক পর শহরে অবৈধ প্লাসটিক ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলেও তিনি সাংবাদিকদের জানান।

#দেখুন ভিডিও।

[embed]

Next Story