জঙ্গলমহল খাতড়া

দেখুন গরুখুটা উৎসবের ভিডিও, যা নিয়ে প্রবন্ধ প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকাতেও।

দেখুন গরুখুটা উৎসবের ভিডিও, যা নিয়ে প্রবন্ধ প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকাতেও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত "প্রবাসী"পত্রিকায় স্থান পেয়েছিল 'গরু খুটা,বা কাড়া খুটা উৎসব। প্রবাসীর ১৩২৫ সালের মাঘ সংখ্যায় প্রকাশিত হয় বাঁধনা তথা গরু খুটা নিয়ে তথ্য সমৃদ্ধ শ্রী পরেশনাথ মুখোপাধ্যায়ের একটি প্রবন্ধ। লেখক লেখেন :"ইহাই তাহাদের বাধুনা পরব অথবা কেহ কেহ কাড়া খুটা ও গরু খুটা বলিয়া থাকে।..এই উৎসব কৃষককূলের কর্ম্মবহুল শ্রান্ত জীবনে নূতন উচ্ছ্বাস, উত্তেজনা...." এই প্রবন্ধ প্রকাশের প্রায় ১০১ বছর পরেও বাঁকুড়ার গ্রামে,গ্রামে বিশেষত,জঙ্গলমহলে আজও ভাইফোঁটার দিন থেকে নব উচ্ছ্বাস ও উত্তেজনার ওপর ভর করে মানুষজন মাতেন কাড়া বা গরু খুটা উৎসবে। অহিরা গান গেয়ে, লোম যুক্ত পশুর চামড়া দুলিয়ে খুঁটিতে বাঁধা গরু বা কাড়াকে উত্তেজিত করে তার সাথে চলে ক্ষমতা প্রদর্শনের পালা। যার পোষাকী নাম গরু বা কাড়া খুটা।

গ্রাম বাংলার রাঢ় অঞ্চলে এই উৎসবের প্রচলন রয়েছে। এই গরু বা কাড়ার সাথে মানুষের লড়াইয়ে জিবনের ঝুঁকিকে উপেক্ষা করেও নিজেদের গ্রামের পরম্পরা মেনে আজও জেলার জঙ্গলমহলের রানীবাঁধ,রাইপুর,সারেঙ্গা থেকে শহর লাগোয়া নব।জীবনপুর বা বদড়াতেও পালিত হয়ে আসছে এই উৎসব।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/tmc-party-office-in-patrasayar-is-vandalized/img-20191020-wa0027/" rel="attachment wp-att-6857">

Next Story