ব্রেকিং নিউজ

ট্যাঙ্কারের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল বাঁকাদহ। #দেখুন ভিডিও।

ট্যাঙ্কারের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল বাঁকাদহ। #দেখুন ভিডিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গ্যাসবাহী ট্যাঙ্কারের ধাক্কায় নবম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভের জেরে, উত্তাল হয়ে ওঠে বাঁকাদহ হাই স্কুল।

আজ, সকালে সাইকেলে চড়ে স্কুলে যাওয়ার পথে ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হয় মন্দিরা ধীবর নামে এক ছাত্রীর।

এরপরই জাতীয় সড়কে মৃতদেহ ফেলে বিক্ষোভ শুরু হয়। বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে বিষ্ণুপুর-মেদিনীপুর ৬০ নাম্বার জাতীয় সড়কে। পাশাপাশি,উত্তেজিত জনতা স্কুলে চড়াও হয়ে শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভে সামিল হন।

পরিস্থিতি সামাল দিতে বিষ্ণুপুরের এসডিপিও সুকোমল কান্তি দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ ঘটনাস্থলে পৌঁছয়। উত্তেজিত জনতাকে হটাতে পুলিশ মৃদু লাঠিচার্জও করে।

স্থানীয়দের অভিযোগ, যান চলাচলের নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সিভিক পুলিশ মোবাইলে কথা বলতেই ব্যস্ত থাকে। আর, তার ফলেই স্কুল গেটের সামনে ট্যাঙ্কারের ধাক্কায় বেঘোরে প্রাণ গেল মন্দিরার।

তারা এর প্রতিবাদে পুলিশের সামনে বিক্ষোভে ফেটে পড়েন।

পুলিশ ঘাতক গাড়ীর চালক কে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি সামলে মৃতদেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়না তদন্তেও।

আজ মন্দিরার ইতিহাস পরীক্ষা ছিল।চৌবেটা গ্রাম থেকে সাইকেলে করে স্কুলে আসার সময় সে দূর্ঘটনার কবলে পড়ে মারা যায়। স্কুল গেটের সামনে এমন মর্মান্তিক দৃশ্য দেখে অনেক পড়ুয়া জ্ঞান হারিয়ে অসুস্থও হয়ে পড়ে।

#দেখুন ভিডিও।[embed]

Next Story