ব্রেকিং নিউজ

জেলায় প্রাতিষ্ঠানিক প্রসবের হার ১০০% করতে সচেতনতা বাড়ানোর নির্দেশ দিলেন স্বাস্থ্য সচিব সুরেন্দ্র গুপ্তা।

জেলায় প্রাতিষ্ঠানিক প্রসবের হার ১০০% করতে সচেতনতা বাড়ানোর নির্দেশ দিলেন স্বাস্থ্য সচিব সুরেন্দ্র গুপ্তা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় সদ্যজাত শিশু ও প্রসূতি মৃত্যু ঠেকাতে প্রাতিষ্ঠানিক প্রসবের হার ১০০ শতাংশে পৌঁছতে,সচেতনতা বাড়ানোর নির্দেশ দিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব সুরেন্দ্র গুপ্তা। স্বাস্থ্য বিষয়ক এক বৈঠকে এই নির্দেশ দেওয়ার পাশাপাশি আশা ও স্বাস্থ্য কর্মীদেরও এ বিষয়ে আরও সক্রিয় হওয়ারও নিদান দেন তিনি।সম্প্রতি,পূর্বস্থলীতে এক প্রসূতিরোগ বাড়ীতে কন্যা সন্তান জন্ম দেওয়ার পর স্থানীয় উপ স্বাস্থ্য কেন্দ্রের দুই সেবিকা তাদের হাসপাতালে ভর্তির পরামর্শ দিতে গেলে পরিবারের লোকজন সেবিকা দের নিগৃহীত করেন।এই ঘটনায় সারা রাজ্য জুড়ে স্বাস্থ্য কর্মীদের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্বাস্থ্য সচিবের দাবী মানুষের অজ্ঞতার জন্যই এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে,তবে মানুষকে এবিষয়ে সচেতন করে তুলতে পারলে এমন ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না।শনিবার জেলার সার্কিট হাউসে এই স্বাস্থ্য সংক্রান্ত বৈঠকে জেলায় জলাতঙ্ক রোগের প্রতিষেধকের ঘাটতির বিষয়টি উঠলে সুরেন্দ্র গুপ্তা জানান আগামী ২০ ফেব্রুয়ারীর মধ্যেই এই ঘাটতি মিটে যাবে।এদিনের বৈঠকে জেলার বেহাল উপর স্বাস্থ্য কেন্দ্রের সমস্য থেকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী সংকট,জেলার সুপার স্পেশালিটি হাসপাতাল গুলির পরিষেবায় নানা ঘাটতির প্রসঙ্গও উঠে আসে।এই বৈঠকে স্বাস্থ্য সচিব সুরেন্দ্র গুপ্তার পাশাপাশি, জেলাশাসক ডাঃউমাশঙ্কর এস, অতিরিক্ত জেলাশাসক (জিলা পরিষদ) শঙ্কর নস্কর,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রসূন কুমার দাস, মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম প্রধান সহ বিভিন্ন হাসপাতালের সুপার ও লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা।

#দেখুন 🎦ভিডিও👇[embed]

Next Story