হাইস্কুলের অ্যাথলেটিকস মিটে খালি পায়ে প্যারেড পড়ুয়াদের! আগামী বছর জুতোর জন্য এক লাখ টাকা অনুদানের ঘোষনা বিধায়কের।
BY Bankura 24x77 Feb 2019 3:22 PM GMT
X
Bankura 24x77 Feb 2019 3:22 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার হাই স্কুল অ্যাথলেটিকস মিটে পড়ুয়াদের খালি পায়ে প্যারেডে অংশ নেওয়ার ঘটনায় সমব্যথী হয়ে, আগামী বছর এই অ্যাথালেটিস মিটে অংশগ্রহনকারী পড়ুয়াদের জুতো কেনার জন্য একটা লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষনা করলেন বাঁকুড়া বিধানসভার বিধায়ক শম্পা দরিপা।আজ,বাঁকুড়া জেলা হাইস্কুল অ্যাথলেটিকস মিট-২০১৯ এ-র আনুষ্ঠানিক সূচনা হল বাঁকুড়া স্টেডিয়ামে।জেলার ২২টি ব্লক এবং বাঁকুড়া পুরসভা এলাকার স্কুল গুলি নিয়ে আয়োজিত প্রতিযোগিতার সেরারা আজকের মিটে অংশ নেয়।উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক শম্পা দরিপা,অতিরিক্ত জেলাশাসক (জিলা পরিষদ) শঙ্কর নস্কর,রেভারেন্ট জোসেফ সহজ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।বাঁকুড়া জেলা বিদ্যাল ক্রীড়া সংস্থা আয়োজিত আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৭৩৬ জন প্রতিযোগী অংশ নেয়।
Next Story