জেলা জুড়ে পালিত হল ঐতিহাসিক হুল দিবস।
BY Bankura 24x730 Jun 2019 2:53 PM GMT

X
Bankura 24x730 Jun 2019 2:53 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ ঐতিহাসিক হুল দিবস। জেলা জুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহান দিবসটি পালিত হল। জেলার জঙ্গলমহলের রানীবাঁধ ও রাইপুরে দুটি বড়ো অনুষ্ঠানের আয়োজন ছিল এদিন। পাশাপাশি,বিভিন্ন আদিবাদী সংস্থা,ক্লাব ও তাদের সাংস্কৃতিক সংগঠন গুলিও দিনটি কে স্মরণ রাখতে নানা অনুষ্ঠানের আয়োজন করে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story