জঙ্গলমহল খাতড়া

জঙ্গল মহলের শবর পরিবার গুলির সার্বিক অবস্থা জরিপে বাড়ী,বাড়ী সমীক্ষায় মন্ত্রী, ও বিধায়ক সহ জন প্রতিনিধি দল।

জঙ্গল মহলের শবর পরিবার গুলির সার্বিক অবস্থা জরিপে বাড়ী,বাড়ী সমীক্ষায় মন্ত্রী, ও বিধায়ক সহ জন প্রতিনিধি দল।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কেমন আছে জেলার জঙ্গল মহলের শবর পল্লীর বাসিন্দারা? কতটা সরকারি পরিষেবা মিলছে তাদের?তাদের চাওয়া,পাওয়ার দাবীটাই বা কী?এই সবের সরজমিনে খোঁজ নিতে মন্ত্রী,বিধায়ক ও পঞ্চায়েত ও জিলা পরিষদের জন প্রতিনিধিরা শবর পল্লীর বাড়ী,বাড়ী গিয়ে সমীক্ষা চালানোর কর্মসূচি হাতে নিয়েছেন।

এই কর্মসূচি মতো বড়োদিনে রানীবাঁধের রাওতোড়া,রুদড়া,প্রভৃতি এলাকায় গিয়ে সরজমিনে সমীক্ষা সারলেন রাজ্যের পঞ্চায়েত ও জন স্বাস্থ্য কারিগরি দপ্তরের রাষ্ট্র মন্ত্রী শ্যামল সাঁতরা, রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি, রানীবাঁধের জিলা পরিষদের সদস্য চিত্ত রঞ্জন মাহাত সহ স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চন্দ্র মোহন মূর্মু ও অন্যান্য জন প্রতিনিধিরা।

পাশাপাশি, বড়োদিন উপলক্ষ্যে শবর পরিবার গুলির হাতে কেক,বিভিন্ন উপহার ও শীত বস্ত্র তুলে দেন তারা।

শবর পল্লীর কঁচি কাঁচাদের সাথে খুনসুটি করে তাদের মন জয় করে নেন বিধায়ক জ্যোৎস্না মান্ডি।

প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, মুলত শবর পল্লীগুলোর সার্বিক অবস্থা জরিপের জন্য এই "হাউস হোল্ড সার্ভে"-করার কর্মসূচি আমরা হাতে নিয়েছি।সেই মতো এই কাজ চলবে।বড়োদিনে এই কাজের আমরা সূচনা করলাম, এবার নিয়মিত জঙ্গল মহল জুড়ে জনপ্রতিনিধিরা এই কর্মসূচি চালাবেন।

#দেখুন ভিডিও।[embed]

Next Story