Home > জঙ্গলমহল খাতড়া > উচ্চ মাধ্যমিকে অল চিকিতে রাজ্যে যুগ্ম প্রথম অণিমা মূর্মু বড়ো হয়ে গবেষক হতে চায়। #দেখুন 🎦ভিডিও প্রতিবেদন।
উচ্চ মাধ্যমিকে অল চিকিতে রাজ্যে যুগ্ম প্রথম অণিমা মূর্মু বড়ো হয়ে গবেষক হতে চায়। #দেখুন 🎦ভিডিও প্রতিবেদন।
BY Bankura 24x727 May 2019 12:34 PM GMT

X
Bankura 24x727 May 2019 12:34 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাজ্যে এবারই প্রথম অলচিকি লিপিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয় সংসদ। প্রথম বারেই বাজীমাৎ করল জেলার রাইপুরের পন্ডিত রঘুনাথ মূর্মু আবাসিক উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অণিমা মূর্মু। সে ৪৪৫ নাম্বার পেয়ে অলচিকিতে রাজ্যে যুগ্ম ভাবে প্রথম হয়েছে। বড়ো হয়ে অলচিকি নিয়ে উচ্চ শিক্ষা লাভের পর গবেষণা করতে চায় অণিমা। রাজ্যে সে প্রথম হওয়ায় তার স্কুল সহ সারা জঙ্গলমল জুড়ে খুশীর হাওয়া।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story