Home > নানাবিধ > পড়াশোনা ২৪X৭ > বাঁকুড়া জিলা স্কুলের ছাত্র মহাকাশ রক্ষিত,উচ্চ মাধ্যমিকে চতুর্থ(৪৯২) স্থান পেয়েছে। জেনেনিন, তার প্রতিক্রিয়া।
বাঁকুড়া জিলা স্কুলের ছাত্র মহাকাশ রক্ষিত,উচ্চ মাধ্যমিকে চতুর্থ(৪৯২) স্থান পেয়েছে। জেনেনিন, তার প্রতিক্রিয়া।
BY Bankura 24x727 May 2019 6:20 AM GMT
X
Bankura 24x727 May 2019 6:20 AM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া জিলা স্কুলের ছাত্র মহাকাশ রক্ষিত এ বছর উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকার করল। তার প্রাপ্ত নাম্বার ৪৯২। এই সাফল্যের পর বাঁকুড়া ২৪X৭ কে জানাল মহাকাশ জানাল তার প্রতিক্রিয়া।
Next Story