ব্রেকিং নিউজ

ফণির প্রকোপে জেলায় ক্ষতি ২৮,৪৬,৯৩,৮৯৮ লক্ষ টাকা, সাড়ে দশ হাজার হেক্টর জমির ফসল নষ্ট।

ফণির প্রকোপে জেলায় ক্ষতি ২৮,৪৬,৯৩,৮৯৮ লক্ষ টাকা,  সাড়ে দশ হাজার হেক্টর জমির ফসল নষ্ট।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফণির প্রকোপে জেলার তিন পুর শহর এবং ১৯০ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষয়-ক্ষতির খবর মিলেছে। জেলার ৬৩৪টি গ্রমে ফণির দাপট ছিল বেশী। জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী জেলায় প্রায় ২০,৩৪৪ জন বসবাসকারী ফণির প্রকোপে পড়েছেন। তবে হতাহতের খবর নেই। জেলায় ওন্দায় দেওয়াল চাপা পড়ে ২টি গরু মারা পড়ে। সব মিলিয়ে জেলায় মোট ৬টি গবাদি পশু মারা যাওয়ার খবর মিলেছে। ব্যাপক ক্ষতি হয়েছে চাষ আবাদেও। জেলায় মোট ১০ হাজার ৬০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। যার আর্থিক মুল্য ২৬,৭৫,০০০০০ লক্ষ টাকা। জেলা জুড়ে বৃষ্টি পাতের পরিমান ছিল ১০৬.৫৪ মিলি মিটার। যার জেরে ভেঙ্গে পড়েছে বেশ কিছু বাড়ী। জেলায় পুরোপুরি ভেঙ্গেছে মোট ২১৭টি বাড়ী,আংশিক ভেঙ্গেছে ৩,২৪৯টি বাড়ী। জেলায় খোলা হয়েছে ৩৩১টি ত্রাণ শিবির। নিরাপদ আশ্র‍য়ে উদ্ধার করে রাখা হয়েছে মোট ২০,৩৪০ জনকে। জেলা শাসক ডাঃ উমা শঙ্কর এস জানিয়েছেন সব মিলিয়ে জেলায় ক্ষতির পরিমান ২৮,৪৬,৯৩,৮৯৮ লক্ষ টাকা।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/bjp-agitation-controversy-at-bankura-ps/img-20190430-wa0001/" rel="attachment wp-att-4572">

Next Story