Home > জঙ্গলমহল খাতড়া > সারেঙ্গায় হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল বিশাল জলের ট্যাংক! দেখুন ভেঙ্গে পড়ার প্রতি মূহুর্তের লাইভ ভিডিও।
সারেঙ্গায় হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল বিশাল জলের ট্যাংক! দেখুন ভেঙ্গে পড়ার প্রতি মূহুর্তের লাইভ ভিডিও।
BY Bankura 24x722 Jan 2020 6:24 PM IST

X
Bankura 24x722 Jan 2020 6:24 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আচমকা হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল বিশাল ওভার হেড় জলের ট্যাংক! ভেঙ্গে পড়ার সময় মাটির সাথে প্রচণ্ড সংঘর্ষের ফলে আগুন পর্যন্ত ধরে যায়। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ দুপুর তিনটে নাগাদ পি,এইচ,ই দপ্তরের এই জলের ট্যাংকটি ভেঙ্গে পড়ে জেলার সারেঙ্গা থানার ফতেডাঙ্গা গ্রামে। যদিও কোন হতাহতের খবর নেই।
#দেখুন 🎦 ভিডিও 👇[embed]
Next Story