Home > নজরে ভোট > মানবিক শ্যামল সাঁতরা! ভিন রাজ্যের এক ক্ষুধার্ত বৃদ্ধাকে জয়পুর জঙ্গল পথে উদ্ধার করে বাড়ী ফেরানোর উদ্যোগ!
মানবিক শ্যামল সাঁতরা! ভিন রাজ্যের এক ক্ষুধার্ত বৃদ্ধাকে জয়পুর জঙ্গল পথে উদ্ধার করে বাড়ী ফেরানোর উদ্যোগ!
BY Bankura 24x72 April 2019 8:51 AM IST

X
Bankura 24x72 April 2019 8:51 AM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মানবিক ভোট প্রার্থী শ্যামল সাঁতরা! সোমবার রাতে জয়পুর জঙ্গলে ভোট প্রচার সেরে বাড়ী ফেরার পথে গাড়ী থামিয়ে রাস্তা থেকে এক অসহায় বৃদ্ধা কে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেন তিনি। ক্ষুধার্ত ওই বৃদ্ধাকে ছাত্রীদের দেওয়া গাড়ীতে থাকা কেক এবং জলও খাওয়ান তিনি। কথা বার্তায় বুঝতে পারেন ওড়িশা থেকে পথ ভুলে ওই বৃদ্ধা জয়পুরে চলে এসেছেন। এরপরই তিনি পুলিশ কে খবর দেন। এবং বৃদ্ধাকে ওড়িশাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলেন। সেইমতো জেলা পুলিশ ওড়িশা পুলিশের সাথে কথা বলে এই বৃদ্ধাকে তার বাড়ী ফেরানোর তোড়জোড় শুরু করেছে বলে জানা গেছে।
#দেখুন 🎦 ভিডিও 👇[embed]
Next Story