জঙ্গলমহল খাতড়া

মানবিক পুলিশ, আমফানের আস্ফালনের মধ্যেই অন্নদান মুকুটমনিপুরে নৌ চালক ও মৎস্যজীবীদের।

মানবিক পুলিশ, আমফানের আস্ফালনের মধ্যেই অন্নদান মুকুটমনিপুরে নৌ চালক ও মৎস্যজীবীদের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার পর্যটনকেন্দ্র মুকুটমনিপুর লকডাউনে তার স্বাভাবিক ছন্দ হারিয়েছে। ফলে এখানকার নৌকা চালকদের রুজি,রুটি শিকেয় উঠেছে। এই অবস্থায় যদিও কেও,কেও জলাধারে মাছ ধরে দুপয়সা রোজগারের চেষ্টা চালাতেন তাও আবার বন্ধ আমফানের আস্ফালনে। ফলে আজ এই প্রান্তিক মানুষজনের অন্নের সঙ্কট প্রকট হয়ে দাঁড়ায়। এই অবস্থায় মুকুটমনিপুরের নৌ চালক ও মৎসজীবীদের গ্রাম বনপুখুরিয়া, নারকলিতে গিয়ে প্রায় ২০০ জনের দুপুরের খাবারের আয়োজন করে জেলা পুলিশ। পুলিশ সুপার কোটেশ্বর রাও, মহকুমা পুলিশ আধিকারিক বিবেক বর্মা সহ পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা নিজে হাতে অন্নদান করেন।

আজ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পুলিশের এই আন্নদান মহাদান কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষজনের অন্নের সংস্থান হওয়ায় তারাও খুশি। আমরা বাঁকুড়া২৪X৭ পরিবার জেলা পুলিশের এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছি।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story