ব্রেকিং নিউজ

পুলিশ যদি গুলি চালায় নি? তাহলে কারা চালাল!খুঁজে বের করুক, পুলিশ কে পাল্টা চ্যালেঞ্জ সুভষের।

পুলিশ যদি গুলি চালায় নি? তাহলে কারা চালাল!খুঁজে বের করুক, পুলিশ কে পাল্টা  চ্যালেঞ্জ সুভষের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পাত্রসায়রের কাঁকরডাঙ্গায় তিন বিজেপি কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘিরে জেলা পুলিশের চাপান উতোর চলছে পুরোদমে! কোনো পুলিশ আধিকারিক দাবী করছেন রাবার বুলেট ছোঁড়া হয়েছিল, আবার পুলিশ সুপার জানাচ্ছেন পুলিশ গুলি চালায় নি।কেবল কাঁদানেগ্যাসের সেল ফাটিয়েছিল কাঁকরডাঙ্গায়। আর পুলিশের এই দাবী মিথ্যা, তার প্রমাণ দিয়েছে বিজেপি। বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সহ সভাপতি ডাঃ সুভাষ সরকার পুলিশ কে পালটা চ্যালেঞ্জ দিয়ে বলেন পুলিশ যদি গুলি ছোঁড়ে নি, তাহলে এই গুলি কারা চালিয়েছে তা খুঁজে বের করুক পুলিশ। জয় শ্রী রাম স্লোগান দেওয়ায় জন্য পুলিশ গুলি চালাবে এটা মানা যায় না। রাজ্য জুড়ে আরাজকতা চলছে। পাশাপাশি, তিনি নিজে একজন ডাক্তার হওয়ায় গুলির আঘাতের মেডিক্যালি ব্যাখ্যা দেন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/suvendus-remedies-for-recovery-of-tmc-organisation-at-bishnupur/img-20190604-wa0032/" rel="attachment wp-att-5266">

Next Story