ক্রয় মূল্য না বাড়ালে, আর কামুলকে দুধ বিক্রি নয়, হুমকী সরবরাহকারী সমবায় সদস্যদের।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দুধের ক্রয় মূল্য বৃদ্ধির দাবীতে কংসাবতী দুগ্ধ উৎপাদক সংঘ লিমিটেড বা কামুলের অফিসে বিক্ষোভ ডেপুটেশনে সামিল হলেন দুগ্ধ সরবরাহকারী সমবায় গুলির সদস্যরা। আজ শহরের কলেজ রোডের কামুলের অফিসে প্রায় সাড়ে তিনশো দুগ্ধ সরবরাহকারী অফিসের মুল গেটে ধর্ণায় বসে বিক্ষোভ দেখায়। তাদের দাবী, জলের দাম যেখানে লিটারে ২০ টাকা, সেখানে কামুলে দুধ বিক্রি করলে ভালো মানের (৪.৫ ফ্যাট ও ৮.৫ এস এন এফ) দুধে লিটারে মেলে ২৫টাকা মাত্র। তা বাড়িয়ে ৩৫ টাকা করার দাবী তুলেছেন তারা। প্রসঙ্গত, জেলায় প্রায় সাড়ে চারশো ছোটো, ছোটো সমবায় রয়েছে যারা কামুলে দুধ বিক্রি করে। আর এই কাজে প্রায় ৩৮ হাজার মানুষের রুজি,রুটি চলে। কিন্তু কামুল অন্যান্য দুগ্ধ উৎপাদক সমবায়ের তুলনায় কম দাম দেওয়ায় তারা সমস্যায় পড়েছেন। একে কম দাম, তার ওপর ইনসেন্টিভ হিসেবে দু টাকা করা দেওয়ার কথা তাও ঠিক মতো না দেওয়ারও অভিযোগ উঠছে। এই সমস্যা মেটানো সহ এক গুচ্ছ দাবীতে কামুলের এম,ডির কাছে ডেপুটেশনও দেন বিক্ষোভকারীরা। পাশাপাশি, তারা সাফ জানিয়ে দিয়েছেন দাবী মতো দুধের দাম না পেলে তারা আর কংসাবতী কে দুধ বিক্রি করবেন না। ফলে জেলার এই দুগ্ধ উৎপাদক সমবায়টি অস্তিত্বের সঙ্কটে পড়বে এমন আশঙ্কা করছেন ওয়াকিবহাল মহল।
#দেখুন🎦 ভিডিও। 👇[embed]






