জঙ্গলমহল খাতড়া

বৃষ্টি উপেক্ষা করে সিমলাপালে গান্ধী সংকল্প যাত্রায় সাংসদ সুভাষ সরকারের সাথে সামিল বহু মানুষ।

বৃষ্টি উপেক্ষা করে সিমলাপালে গান্ধী সংকল্প যাত্রায় সাংসদ সুভাষ সরকারের সাথে সামিল বহু মানুষ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বৃষ্টি ও প্রাকৃতিক দূর্যোগ কে উপেক্ষা করে সিমলাপাল ও লক্ষ্মীসাগরে গান্ধী সংকল্প যাত্রায় সামিল হলেন বিজেপির কর্মী, সমর্থক ও স্থানীয় কার্যকর্তারা। এদিন এই সংকল্প যাত্রায় যোগ দিয়ে প্লাসটিক বর্জন, ও পরিবেশ সচেতনতার বার্তা দিলেন বাঁকুড়া লোকসভার সাংসদ সুভাষ সরকার। তিনি এই প্রাকৃতিক দূর্যোগের মধ্যেও মানুষের উপস্থিতি এদিনের সংকল্প যাত্রাকে সফল করায় তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। এদিনের এই কর্মসূচিতে অন্যান্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সহ সভাপতি চক্রধর মহাত , জেলা সম্পাদক শিশির দত্ত, যুব মোর্চার জেলা সম্পাদক কুনাল পাত্র, দুই মণ্ডল সভাপতি আলোক হোতা, সুপান্তর ডাঙ্গর, মণ্ডল যুব সভাপতি সৌভিক পাত্র, সৌরভ সতপতি প্রমুখ।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/shushuniyas-rina-got-ei-samay-swayangsiddha-samman-by-bringing-children-in-the-backdrop-of-education-in-the-area/img-20191019-wa0015_640x480_800x600_1280x960_1600x1200/" rel="attachment wp-att-6884">

Next Story