ব্রেকিং নিউজ

রাস্তা জুড়ে পার্কিং করা মোটর বাইক বাজেয়াপ্ত করাকে কেন্দ্র করে উত্তেজনা মাচানতলায়।

রাস্তা জুড়ে পার্কিং করা মোটর বাইক বাজেয়াপ্ত  করাকে কেন্দ্র করে উত্তেজনা  মাচানতলায়।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাস্তার ধারে পার্কিং করা মোটর বাইকের হ্যান্ডেল লক ভেঙ্গে বাইক বাজেয়াপ্ত করার ঘটনায় উত্তেজনা ছড়াল শহরের মাচানতলা এলাকায়।

রাস্তার দুপাশে অবৈধভাবে পার্কিং করা বেশ কিছু মোটর সাইকেল বাজেয়াপ্ত করে ট্রাফিক পুলিশ। জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানানো হয়েছে নিয়ম মতো জরিমানা করে বাইক গুলিকে ছেড়ে দেওয়া হবে। পূজোর বাজারে রাস্তা জুড়ে যত্র,তত্র মোটর বাইক পার্কিং করার প্রবনতা ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে পুলিশ।

এদিকে, সাধারণ লোকের অভিযোগ, হ্যান্ডেল লক না ভেঙ্গে নাম্বার দেখে জরিমানা করতে পারত।যে ভাবে পুলিশ অভিযান করল তা শোভনীয় নয়।

#দেখুন ভিডিও।[embed]

Next Story