বাজার-বানিজ্য

৩৫০ সিএফটির চালানে ৫৫০ সিএফটি বালি পাচার! ভুমি দপ্তরের হানাদারিতে পর্দা ফাঁস!

৩৫০ সিএফটির চালানে ৫৫০ সিএফটি বালি পাচার! ভুমি দপ্তরের হানাদারিতে পর্দা ফাঁস!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : তিনশো সিএফটি'র চালানে বালি পাচার হচ্ছে সাড়ে পাঁচশো সিএফটি! এমনই কান্ড চলছিল জেলা জুড়ে। ওভার লোডিং বালি পরিবহনে বড়োসড়ো সিন্ডিকেট গড়ে ওঠায় সরকারি রাজস্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লুট হচ্ছিল কোটি,কোটি টাকা।

এতদিন ধরে বালি মাফিয়াদের রাজ চললেও হেলদোল ছিল না প্রশাসনের!

মুখ্যমন্ত্রীর ঘোষনার পর এ জেলাতেও টনক নড়ে প্রসাশনের। তার ওপর সংবাদ মাধ্যমে ওভার লোডিং ও বেআইনি বালির কারবার নিয়ে খবর হতেই কার্যত কোমোর বেঁধে নেমে পড়েছে ভূমি দপ্তর। অভিযান চালিয়ে জয়পুর,কোতুলপুর,বিষ্ণুপুর থেকে ১৬টি বালি বোঝাই লরি আটক করে।এবং ওভারলোডিং থাকা লরি পিছু এক লাখ টাকা করে জরিমানা করেছে ভূমি দপ্তর।

পাশাপাশি,ঘাট মালিকদের অবৈধ কাজ কর্মের জেরে ৬টি বালি ঘাটকে সাসপেন্ডও করা হয়।

ওন্দাতে ২টি,জয়পুরে ২টি, বিষ্ণুপুর ও মেজিয়াতে ১টি করে খাদান সাসপেন্ড করা হয় বলে জেলা ভুমি দপ্তর সূত্রে জানা গেছে।শনিবার অবশ্য নির্দিষ্ট জরিমানা ও শোকজের জবাব দেওয়ার পর ৪টি ঘাটের ওপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় ইন্দাস থানা এলাকার দ্বারকেশ্বর নদের শ্রীরামপুর ঘাটে হানা দিয়ে বে আইনিভাবে জেসিবি দিয়ে বালি তোলার দায়ে ব্যবস্থা নেয় ভূমি দপ্তর।২টি জেসিবি বাজেয়াপ্ত করা হয়।আটক করা হয় তিনটি খালি লরিও।

বাঁকুড়ার দ্বারকেশ্বর, শিলাবতী, নদী মিলিয়ে ১২৫টি বালি খাদান রয়েছে। এই খাদান গুলোতে নজরদারির জন্য ভূমি দপ্তরের লোকবল ও আনুষাঙ্গিক ক্ষেত্রে ঘাটতি থাকায় একা শ্রেণীর বালি ব্যবসায়ী, ঘাট মালিক ও বালি মাফিয়ারা বে আইনি ভাবে বালির কারবার চালাচ্ছে। বিনা চালানে বালি পাচার,ওভার লোডিং,পুলিশের প্যাডে অবৈধ বালি পাচার,এমন কি সম্পূর্ণ অবৈধ ভাবে গড়ে ওঠা ঘাট থেকে বালি তোলার ঘটনার জেরে সরকারের কোটি,কোটি টাকার রাজস্ব মার খাচ্ছে।

তার ওপর এক শ্রেণীর আধিকারিক,পুলিশ ও রাজনৈতিক নেতাদের এই বালি সিন্ডিকেটের সাথে আঁতাত গড়ে ওঠায় এই বে আইনি বালি কারবারে রাশ টানা দূষ্কর হয়ে পড়েছিল এই জেলায়। সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে খানিকটা বাধ্য হয়েই এই বে আইনি বালি কারবার ঠেকাতে কোমর বেঁধে নেমেছে ভূমি দপ্তর। চালু করা হয়েছে চেক পোস্ট। পাশাপাশি, নিয়মিত চলছে হানাদারিও।

#দেখুন ভিডিও।[embed]

Next Story