ব্রেকিং নিউজ

জঙ্গলের মাঝে,বন দপ্তরের জমিতেই চলছে অবৈধ পাথর খাদান!খাদান বন্ধের দাবীতে সরব গ্রামবাসীরা।

জঙ্গলের মাঝে,বন দপ্তরের জমিতেই চলছে অবৈধ পাথর খাদান!খাদান বন্ধের দাবীতে সরব গ্রামবাসীরা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জঙ্গলের মাঝে বন দপ্তরের জমির ওপর দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে চলে আসছে পাথর খাদান। এর ফলে যেমন মার খাচ্ছে মোটা টাকার রাজস্ব, তেমনি ভারসাম্য হারাচ্ছে জঙ্গলের বাস্তুতন্ত্র। জেলার গঙ্গাজলঘাটি থানার দেউলী গ্রামে এতদিন ধরে এই অবৈধ কারবার চলে এলেও শাসক দলের এক শ্রেণীর নেতাদের ভয়ে, ঘটনার প্রতিবাদ করার সাহস দেখাননি গ্রামবাসীরা। লোকসভা ভোটে জেলায় শাসক দলের ভরাডুবিতে ভরসা পেয়ে এবার এই খাদান বন্ধের দাবীতে সরব হলেন গ্রামবাসীরা। তারা গণ স্বাক্ষর করে বিষয়টি নজরে এনেছেন বন দপ্তরের। এমনকি চিঠি পাঠিয়েছেন জেলাশাসকের কাছেও। গ্রামবাসীদের দাবী,বন দপ্তরের মালিকানাধীন ও সরকারী খাস জমির ওপর এই পাথর খাদান দীর্ঘ দিন ধরে চলছে তা,প্রশাসনের কারও অজানা নয়। কিন্তু এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয় নি। এমন কি বেআইনী ভাবে বিস্ফোরক ফাটিয়ে পাথর তোলার ফলে, গ্রামের বেশ কিছু বাড়িতে ফাটল তৈরি হয়েছে। খাদানের মাটি চাপা পড়ে জঙ্গলের গাছ পালও নষ্ট হতে বসেছে। স্থানীয় নেতা, বন দপ্তর ও পুলিশের সাথে পাথর মাফিয়াদের আঁতাতের ফলেই এই বেআইনী পাথর খাদান রমরমিয়ে চলছে বলেও অভিযোগ উঠছে! যদিও পুরো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বন দপ্তরের উত্তর বিভাগের বনাধিকারিক ভাস্কর জে,ভি। তবে,অনেক ক্ষেত্রে বন দপ্তরের জমি চিহ্ণিতকরণের জটিলতার কারণে এই ধরনের কারবারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী,ব্যবস্থা নেওয়ায় সমস্যা হওয়ায় অনেকেই পার পেয়ে যান! তাই, ভুমি দপ্তর ও বন দপ্তর এক্ষেত্রে যৌথ ভাবে কোমর বেঁধে না নামলে, এই বেআইনী পাথর খাদান ঠেকানো যে দুষ্কর,তা বলাই বাহুল্য।

#দেখুন 🎦ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/suvendus-remedies-for-recovery-of-tmc-organisation-at-bishnupur/img-20190604-wa0032/" rel="attachment wp-att-5266">

Next Story