দূর্গাপুর ব্যারেজে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ২ দিন বাড়ল,চলাচলে নিয়ন্ত্রণ অন্য যানেও।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দূর্গাপুর ব্যারেজে ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা ফের আরও দুদিন বাড়ানো হল। আজ এক প্রশাসনিক বিজ্ঞপ্তি তে এই ঘোষণা করা হয়েছে।
আগের বিজ্ঞপ্তিতে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ ও ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারী করা হয়। তবে যাত্রীবাহী বাস এই নিষেধজ্ঞার আওতার বাইরে রয়েছে।
ব্যারেজের মেরামতির কাজ শেষ না হওয়ায় আরও দুদিন সারাইয়ের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো, আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত যান নিয়ন্ত্রণ করার নুতন বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। তবে সব শর্ত আগের মতোই থাকছে। এক দিকের লেনে মোটোর বাইক ও ছোটো গাড়ী এবং যাত্রীবাহী বাস ১০ কিমি গতিবেগের মধ্যে যাতায়াত করতে পারবে। এই যানবাহনগুলি ছাড়া বাকী সব ধরণের ভারী গাড়ী চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
ফলে,পুজোর মুখে আরও দুদিন এই রাস্তায় যানজটের ভোগান্তির মধ্যেই কাটাতে হবে আম জনতাকে। পাশাপাশি, সূত্রের খবর, এই দুই দিনেও কাজ শেষ করা না গেলে, ফের কাজের মেয়াদ বাড়ার সাথে,সাথে যান নিয়ন্ত্রণ ও ভারী গাড়ী চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদও বাড়বে এমন আশঙ্কাও রয়েছে?