Home > শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন > চাষ- আবাদ > লকডাউনে সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে ন্যয্য দামে ফসল কেনার দাবী তুলল বাম পন্থী কৃষক সংগঠন গুলি।
লকডাউনে সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে ন্যয্য দামে ফসল কেনার দাবী তুলল বাম পন্থী কৃষক সংগঠন গুলি।
BY Bankura 24x712 May 2020 1:58 AM GMT
X
Bankura 24x712 May 2020 1:58 AM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লকডাউনে জেলার কৃষকদের উৎপন্ন ফসল ন্যায্য দামে সরকারকে কিনতে হবে,চালু করতে হবে একশ দিনের কাজ। পাশাপাশি,পরিযায়ী শ্রমিকদের জেলায় ফিরিয়ে আনা ও তাদের বিকল্প কাজের ব্যবস্থা সহ কয়েক দফা দাবীতে জেলার প্রতি ব্লকে সোমবার সারা ভারত কৃষক সভা, এবং অন্যান্য বামপন্থী কৃষক সংগঠন গুলির ডাকে বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হল। এদিন জেলার প্রতিটি ব্লকে সামাজিক দুরত্ব বজায় রেখে বিক্ষোভও প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story