লকডাউনের মধ্যেই স্ত্রীর পরকীয়া নিয়ে দাম্পত্য কলহ,৫ বছরের শিশুকে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগে ধৃত দম্পতি।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লকডাউনের মধ্যেই স্ত্রীর পরকীয়া নিয়ে দাম্পত্য কলহের জেরে পাঁচ বছরের শিশুকে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগে গ্রেপ্তার হলেন দম্পতি। জেলার বড়জোড়া থানার মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামের ঘটনা। স্থানীয়দের দাবী, আজ ভোর রাতে স্বামী,স্ত্রীর ঝগড়ার সময় গলা টিপে এই বছর পাঁচের শিশুটিকে মেরে ফেলা হয়েছে। এই শিশুটির জন্ম নিয়ে স্বামীর সন্দেহ প্রবনতার জেরে প্রায় অশান্তি লেগেই থাকত বলে পড়শীদের দাবী। এদিন ভোর রাতেও একই কান্ড ঘটে। এবং শিশুটিকে গলাটিপে মেরে ফেলা হয়।
এই ঘটনায় বড়জোড়ার মোহনপুর গ্রামে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ গিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রেপ্তার করা হয়েছে স্বামী সুজিত মন্ডল ও স্ত্রী সতিকা দেবীকে । জানা গেছে, পেশায় বেসরকারি কারখানার শ্রমিক সুজিতের সাথে সোনামুখীর পার্শ্বলা গ্রামের বাসিন্দা সুতিকা দেবীর বছর ছয় আগে বিয়ে হয়। তার পর সুখে শান্তিতে সংসার করলেও স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে দাম্পত্য কলহের সূত্রপাত। তার জেরেই আজ প্রাণ গেল নিরপরাধ একরত্তি এই শিশুটির।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুজন মিলেই শিশুটিকে শ্বাসরোধ করে মেরে ফেলে। মৃত শিশুর দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। আগামী কাল ধৃতদের আদালতে তোলা হবে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]