মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

লকডাউনে বেলিয়াতোড়ে বন থেকে বেরিয়ে হাতির হানা, শালতোড়ায় কুকুরের কামড়ে আহত হরিণ।

লকডাউনে বেলিয়াতোড়ে বন থেকে বেরিয়ে হাতির হানা, শালতোড়ায় কুকুরের কামড়ে আহত হরিণ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লকডাউনে জঙ্গল থেকে কোথাও বেরিয়ে পড়ছে বুনো হরিণ তো কোথাও জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে চাষ জমিতে হাতির হানায় আতঙ্কে গ্রামবাসীরা। জেলার বেলিয়াতোড় রেঞ্জের চন্দনপুরে দুটি হাতি কদিনে এলাকার চাষজমিতে ব্যাপক ক্ষয় ক্ষতি করে। মরসুমী সবজির পাশাপাশি বোরো ধানের ক্ষতি করেছে গজদ্বয় বলে গ্রামবাসীরা জানিয়েছেন। রাতেই হানাদারি বেশী বলেও জানাচ্ছেন তারা। বন দপ্তর সূত্রে জানা গেছে এই দুটি হাতিই রেসিডেন্সিয়াল। এই এলাকায়র বড়জোড়া ও বেলিয়াতোড়ে আজ দুটি করে মোট চারটি আছে বলেও জানিয়ছে বনদপ্তর। অন্যদিকে, শালতোড়ার কুখড়াকুড়ি গ্রামে কুকুরের আক্রমণে আহত একটি হরিণকে গ্রামবাসীরা উদ্ধার করেন।তারা শালতোড়া থানায় খবর দিলে,বন দপ্তরকে ঘটনা জানায় পুলিশ। এর পর বনদপ্তর হরিণটির প্রাথমিক চিকিৎসা করে পর্যবেক্ষণ রেখেছে। সুস্থ হলে হরিণটিকে বর্ধমানের মৃগ উদ্যানে পাঠিয়ে দেওয়া হবে জানিয়েছেন শালতোড়ার রেঞ্জ অফিসার রানা গুহ।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story