পড়াশোনা ২৪X৭

মাধ্যমিকের মেধা তালিকায় বাঁকুড়ার জয়জয় কার, তালিকায় ১৪ জন পড়ুয়া।

মাধ্যমিকের মেধা তালিকায় বাঁকুড়ার জয়জয় কার, তালিকায় ১৪ জন পড়ুয়া।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মাধ্যমিকের মেধা তালিকায় এবার ১৪ জন পড়ুয়া জায়গা করে নিল।মাত্র ১ নাম্বারের কমের জন্য জেলা থেকে রাজ্যে শীর্ষ স্থান হাত ছাড়া হলেও দ্বিতীয় ও তৃতীয় সহ মেধা তালিকায় ১৪ জন জেলার কৃতি। ছাত্র ছাত্রীরা স্থান দখল করে নিয়েছে। তবে,শহরের নামী স্কুল গুলির তুলনায় এবার মেধা তালিকায় জেলার মফস্বলের পড়ুয়ারা জায়গা করে নিয়ে নজর কেড়েছে। এবার শহরের নামী স্কুল বাঁকুড়া জিলা স্কুলের ফল হতাশ করেছে শহরবাসীদের। তবে,সারা জেলার ফলাফলে এবার জেলার মুখ উজ্জ্বল করেছে এক লপ্তে ১৪ টি স্থান দখল করা ছাত্র,ছাত্রীরা। তাদের এই সফল্য জেলা বাসীর মন ভরয়ে দিয়েছে। আসুন কারা এই তালিকার কোন স্থানে এবং তারা কোন স্কুলের তা এক পলকে দেখে নেওয়া যাক :

রাজ্যে দ্বিতীয় (৬৯৩): সায়ন্তন গড়াই, ওন্দা হাইস্কুল।

তৃতীয় (৬৯০):সৌম্য পাঠক, কেন্দুয়াডিহি হাইস্কুল।

পঞ্চম (৬৮৮): রশ্মিতা সিংহ মহাপাত্র, বিক্রমপুর রাধা দামোদর হাইস্কুল।

ষষ্ঠ(৬৮৭) : সৌনক বিশ্বাস,বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল।

সপ্তম (৬৮৬) : অরিত্র মাজি, বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুল, সাগ্নিক মিশ্র, কেন্দুয়াডিহি হাইস্কুল।

অষ্টম (৬৮৫) : অঙ্কিতা ঘোষ, গড়রাইপুর গার্লস হাইস্কুল।

নবম (৬৮৪): অয়নদীপ শান্নিগ্রাহী,বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুল, সাবর্ণ হাটি,সোনামুখী বিন্দুবাসিনী জুবিলি হাইস্কুল।

দশম (৬৮৩): দেবাত্রেয় দাস, বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুল, শঙ্খশুভ্র চট্টোপাধ্যায়, রামহরিপুর রামকৃষ্ণ মিশন, অঙ্কন পাত্র, বিষ্ণুপুর হাইস্কুল,অঙ্কন দাস বৈরাগ্য, শাসপুর ডিএনএস ইনস্টিটিউশন, প্রভাত দত্ত, সোনামুখী বিন্দুবাসিনী জুবিলি হাইস্কুল।

জেলার এই মাধ্যমিকের কৃতি ছাত্র, ছাত্রীরা তাদের সাফল্যের পর কি অনুভুতি ব্যক্ত করেছে সংবাদ মাধ্যমের কাছে। জেনে নিন তাদের মুখ থেকেই।

আমদের বাঁকুড়া ২৪X৭ পরিবারের পক্ষ থেকেও সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story