সিমলাপালের কড়াকানালী গ্রামে সোনাঝুরি গাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী প্রেমিক যুগল।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সোনাঝুরি গাছের ডাল থেকে উদ্ধার হল প্রেমিক যুগলের ঝুলন্ত মরদেহ! আজ এই ঘটনাকে কেন্দ্র করে জেলার সিমলাপাল থানার কড়াকানালী গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে, গ্রামের ক্যানেলের পাড়ের একটি সোনাঝুরি গাছের ডালে একই ওড়নাতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় যুগলের মৃতদেহ উদ্ধার করে সিমলাপাল থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত যুগলের মধ্যে প্রেমিকের নাম ভৈরব মাঝি (২২)। ভৈরব তালডাংরা থানার সোনাজোড় গ্রামের বাসিন্দা ছিল এবং প্রেমিকার নাম রুপালী মাঝি (১৯)।রুপালীর বাড়ী সিমলাপালের কড়াকানালী গ্রামে। তাদের সম্পর্ক পরিবারে মেনে নেবে না এই আশঙ্কাতেই ত প্রেমিক ভৈরব প্রেমিকার গ্রামে এসে, প্রেমিকাকে সাথে নিয়ে আত্মহত্যা করে। সিমলাপাল থানার পুলিশ দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]






