করোনা আতঙ্কের আবহে তান্ডব ২৫ টি হাতির,দিশেহারা জি,ঘাটির ছটি গ্রামের মানুষ ।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (শুভেন্দু লায়েক,গঙ্গাজলঘাটি) : করোনা আতঙ্কের আবহে এবার একপাল হাতির হানায় রাতভর ঘুম ছুটল জেলার গঙ্গাজলঘাটি থানার রাধাকৃষ্ণপুর, বাঁকদহ, জামগাড়ি, সারাঙপুর, ডাঙ্গাপাড়া, মাছবাঁন্দা সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের। সোস্যাল ডিস্টেন্স ভুলে, প্রাণের দায়ে গ্রামবাসীরা হাতি তাড়াতে নেমে পড়লেন বাধ্য হয়ে। পাশাপাশি, ফসলের যোগানের টানের মধ্যে, নিজেদের জমির ফসল ও মরসুমী সবজি হাতির পাল সাবাড় করতে যাতে না পারে, সেটা ঠেকানোও বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই গ্রাম গুলোর মানুষজনের কাছে। তবে, চেষ্টা করেও বাঁচানো যায়নি মাঠের ফসল। প্রচুর মরসুমী সবজি খেয়ে,পায়ে মাড়িয়ে নষ্ট করেছে প্রায় ২৫ টি হাতির দল। খবর পেয়ে হাতির পালকে ঠেকাতে এলাকায় পৌঁছয় গঙ্গাজলঘাটি থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা। গ্রামবাসীদের সাথে নিয়ে সবার চেষ্টায় শেষে হাতির পালকে সাময়িকভাবে গ্রাম ছাড়া করা গেলেও ফের হাতির হানার আতঙ্কে তটস্থ গ্রামবাসীরা। তারা বলছেন, করোনা আবহে লকডাউনের মধ্যে এই হাতির পালের হানাদারী কার্যত গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে! এই অবস্থায় তারা জেলা প্রসশাসন ও বন দপ্তরের কাছে হাতির হানা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী তুলেছেন।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]