Home > জঙ্গলমহল খাতড়া > ভারী বর্ষণে প্লাবিত শীলাবতী, বাঁকুড়া- ঝাড়গ্রাম ৯ নাম্বার রাজ্য সড়কে ব্যাহত যান চলাচল।
ভারী বর্ষণে প্লাবিত শীলাবতী, বাঁকুড়া- ঝাড়গ্রাম ৯ নাম্বার রাজ্য সড়কে ব্যাহত যান চলাচল।
BY Manasi Das30 July 2021 12:48 PM IST

X
Manasi Das30 July 2021 5:11 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভারী বর্ষণে শীলাবতীতে উপচে পড়ছে জল। জেলার জঙ্গলমহলের সিমলাপালে শীলাবতী সেতুর ওপর দিয়ে বইছে জল। ফলে বাঁকুড়া -ঝাড়গ্রাম ৯ নাম্বার রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত। বাঁকুড়া থেকে ঝাড়গ্রামগামী যানবাহন যেমন থমকে আছে তেমনি ওপারে ঝাড়গ্রাম থেকে যানবাহন বাঁকুড়া অভিমুখে আটকে আছে। আজ সকাল থেকেই এই সমস্যা জঙ্গলমহলের পরিবহন ব্যবস্থার স্বাভাবিক ছন্দ শিকেয় উঠেছে। এদিকে,সেতুর ওপর জল বয়ে যাওয়ার দৃশ্য দেখতে নদী ঘাটে ভীড় জমিয়েছেন উৎসাহী মানুষ জন। বেলায় ফের বৃষ্টি বাড়লে সেতু থেকে জল নামার কোন উপায় থাকবে না ফলে অন্তত ৪৮ ঘন্টা এই সড়কে স্তব্ধ থাকবে যান চলাচল এমনটাই অনুমান স্থানীয় বাসিন্দাদের।
👁️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story