জেলায় বজ্রপাতে মৃত এক ১২ বছরের কিশোরী,এবং পৃথক আরও একটি ঘটনায় আহত ৫।

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দুটি বজ্রপাতের পৃথক ঘটনায় জেলায় মৃত্যু হল এক কিশোরীর। পাশাপাশি,আহত হয়েছেন আরো পাঁচ জন। আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।এদিন বিকেলে জেলা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পাত হয়। সেই সময় বাড়ীতে বাজ পড়লে মানসী মন্ডল নামে এক ১২ বছরের কিশোরীর মৃত্যু হয়। হীড়বাঁধ থানার পাতুড়িয়া গ্রামের বাসিন্দা মানসী বজ্রাঘাতে আহত হলে তাকে ইন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে,ইন্দপুরের গৌরবাজার অঞ্চলের বাউরীশোল গ্রামে ৫ ব্যাক্তি বজ্রাঘাতে গুরুতর আহত হলে তাদের প্রথমে ইন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে এই দুটি ঘটনার খবর পেয়ে ইন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসেন ইন্দপুর পঞ্চায়েত সমিতির পুর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ রেজাউল খান।
👁️দেখুন 🎦 ভিডিও। 👇