জঙ্গলমহল খাতড়া

মেদিনীপুর থেকে সারেঙ্গায় হানা ১০টি হাতির দলের,তেলিজাতে ভাঙ্গল বাড়ী,আহত ১,নজরদারি বন দপ্তরের।

মেদিনীপুর থেকে সারেঙ্গায় হানা ১০টি হাতির দলের,তেলিজাতে ভাঙ্গল বাড়ী,আহত ১,নজরদারি বন দপ্তরের।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুর থেকে জেলার সারেঙ্গায় ঢুকে পড়ে ১০ টি হাতির একটি দল। ঘাটি গাড়ে তেলিজাতের জঙ্গলে। গতকাল রাত আড়াইটার সময় সারেঙ্গার তেলিজাত গ্রামে হানা দেয় একটি হাতি। এই গ্রামের গোলাম রসুল সদ্দারের মাটির কাঁচা বাড়ি ভেঙ্গে ফেলে। বাড়িতে গোলাম এবং তার স্ত্রী ও তিন সন্তান ঘুমোচ্ছিলেন। আচমকা গোলামের ওপর বাড়ীর দেওয়াল ভেঙ্গে পড়তেই ঘুম ভেঙ্গে যায়। এবং দেখেন হাতি শুঁড় বাড়িয়ে তাকে পেঁচানোর চেষ্টা করছে। হাতির নাগাল এড়াতে বিছানা থেকে পালটি খেতে,খেতে সরে গিয়ে প্রাণে বাঁচে। স্ত্রীরও ঘুম ভেঙ্গে যায়। হাতি পিছু হটলে সকলে তড়িঘড়ি পাশের ঘরে গিয়ে আশ্রয় নেয়। তবে বাড়ীর পশ্চিম দিকের দেওয়ালের ক্ষতি হয়েছে।একটি মোবাইল ফোন,টর্চ লাইট, হেলমেট গুড়িয়ে দিয়েছে গজরাজ। দেওয়ালের ভাঙ্গা অংশ পড়ে কোমর ও হাতে সামান্য চোট পেয়েছেন গোলাম রসুল।

এদিকে,ঘটনার খবর পেয়েই গ্রামে পৌঁছে গিয়েছিলেন বন দপ্তরের সারেঙ্গার রেঞ্জ অফিসার সুরজিৎ কুমার মজুমদার। তিনি আহত গোলাম রসুলকে সারেঙ্গা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসেন।সেখানে প্রাথমিক চিকিৎসা ও এক্সরে করে ছেড়ে দেওয়া হয় আহত গোলাম রসুলকে। রেঞ্জার সুরজিৎ বাবু জানান হাতির দলটির লোকালয়ে হানা ঠেকাতে বন দপ্তর হুলা পার্টি নিয়ে মনিটারিং চালাবে। এবং রাতেও চলবে বিশেষ নজরদারি।পশ্চিম মেদিনীপুর থেকে তিনটি শাবক সহ ১০ টি হাতির দল ঢুকে পড়ায় জেলার জঙ্গলমহল জুড়ে এবার হাতির আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি,মাঠের মরসুমী ফসল ও সবজির ক্ষয় ক্ষতির আশঙ্কাও করছেন গ্রামবাসীরা। তবে এই ক্ষয়,ক্ষতি ঠেকাতে কোমর বেঁধে বন দপ্তর নেমে পড়ায় খানিক হলেও স্বস্তি মিলবে আম জনতার তা বলাই বাহুল্য।

👁️দেখুন 🎦ভিডিও। 👇


Next Story