জঙ্গলমহল খাতড়া

ঝাঁকুনির পরই ছিটকে বগির বাইরে,হারালেন জ্ঞানও,তারপর কিভাবে বেঁচে ফিরলেন আশীষ? শুনুন এই মৃত্যুঞ্জয়ীর মুখেই।

ঝাঁকুনির পরই ছিটকে বগির বাইরে,হারালেন জ্ঞানও,তারপর কিভাবে বেঁচে ফিরলেন আশীষ?  শুনুন এই মৃত্যুঞ্জয়ীর মুখেই।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জঙ্গলমহলের সারেঙ্গা থেকে চেন্নাইতে শ্রমিকের কাজে যোগ দিতে খড়গপুর থেকে করমন্ডল এক্সপ্রেসে সওয়ার হয়েছিলেন আশীষ রজক।তাদের দলে বাঁকুড়ার অন্যান্য জায়গার কয়েকজন মিলে মোট ১২ জনের একটি দল এই ট্রেনেই চেপে ছিলেন।তবে এই ট্রেনে চড়ে যে মৃত্যুর মুখোমুখি হতে হবে এমনটা কেওই ভাবেন নি।নিজের চোখে এমন ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকবেন তা ভাবেন নি আশীষের মতো অনেকেই। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর মুখোমুখি হয়েও আশীষের মতো অনেকেই মৃত্যুঞ্জয়ী হিসেবে বাড়িও ফিরে এসেছেন।

সারেঙ্গার আশীষ রজক সেই মৃত্যুকে জয় করার কাহিনী শোনলেন আমাদের ক্যামেরায়। তার কথায় হটাৎ তীব্র ঝাঁকুনি! সাথে,সাথে ছিটকে বগির বাইরে গিয়ে পড়েন।মাথায় লাগে জোরালো চোট। মুহূর্তে জ্ঞানও হারান তিনি। জ্ঞান ফিরতেই টের পান এই ভয়াবহ দুর্ঘটনার।তবে,বরাত জোরে বেঁচে গেছেন আশীষ রজক।শনিবার গ্রামে বাড়ি ফিরতেই তাকে দেখতে ও তার মুখে দুর্ঘটনার কথা শুনতে ভীড় জমান এলাকার মানুষজন।এদিন,বাড়ি ফেরার পর আশীষ তার চিকিৎসার জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে যান।

👁️‍🗨️ দেখুন 🎦ভিতর। 👇


Next Story