জঙ্গলমহল খাতড়া

আদিবাসী প্রতিবন্ধী তরুনী কে নির্যাতন,পথ অবরোধ করে প্রতিবাদে ভারত জাকাত মাঝি পারগানা মহল।

আদিবাসী প্রতিবন্ধী তরুনী কে নির্যাতন,পথ অবরোধ করে প্রতিবাদে ভারত জাকাত মাঝি পারগানা মহল।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এক প্রতিবন্ধী আদিবাসী তরুনীকে নির্যাতনের ঘটনায় বিক্ষোভে উত্তাল হল জেলার জঙ্গলমহলের খাতড়া থানার সুপুর এলাকা।এই নির্যাতনের ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবীতে সুপুরে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। সকাল থেকে চলা এই অবরোধের জেরে বাঁকুড়া- খাতড়া রুটে যান চলাচল ব্যহত হয়।প্রসঙ্গত,বাঁকুড়ার খাতড়া থানা এলাকার একটি গ্রামে আদিবাসী এক তরুনী গতকাল বিকেলে মাঠে গরু চরাতে গিয়েছিলেন।অভিযোগ, সেই সময় এক যুবক আচমকাই সেখানে হাজির হয় ।

এবং ওই আদিবাসী তরুনীকে শারিরীক ভাবে হেনস্থা ও নির্যাতন করে। পরে ওই যুবকের হাত ছাড়িয়ে কোনোরকমে পালিয়ে বাঁচেন ওই তরুনী।এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। অবিলম্বে অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবীতে আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল আজ সকাল থেকে পথে নামে। সুপুরের কাছে বাঁকুড়া খাতড়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও।🎦👇


Next Story