গ্রীষ্মের মরসুমে ব্লাড ব্যাঙ্কে রক্তের টান,সমস্যা মেটাতে জঙ্গলমহলে রক্তদান শিবির যুব তৃণমূলের।

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফি গ্রীষ্মের মরসুমে জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের যোগানে টান পড়ে। তার ওপর কোভিড আবহে প্রায় গত দুই বছরে রক্তদান শিবিরের স্বভাবিক ছন্দ ব্যহত হয়েছে। ফলে এবছর গ্রীষ্মের মরসুমে রক্তের সংকট দেখা দেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।তাই এই সঙ্কটজনক পরিস্থিতি আগেভাগেই সামাল দিতে এবার ময়দানে নেমে পড়েছে জেলা তৃণমূল যুব কংগ্রেস। বুধবার জেলার জঙ্গলমহলের চিলতোড় অঞ্চল যুব তৃণমূল স্থানীয় বাগজাতা কমিউনিটি হলে একটি রক্তদান শিবিরের আয়োজন করে।
এই শিবিরে ২ মহিলা সহ মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। তাদের মধ্যে রাইপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা প্রাক্তন জেলা যুব তৃণমূল সভাপতি রাজ কুমার সিংহও রক্ত দান করেন। বাঁকুড়া সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি সন্দীপ বাউরী বলেন সারা জেলা জুড়ে যুব তৃণমূল রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করছেন। তারই অঙ্গ হিসেবে আজ জঙ্গলমহলের চিলতোড়ের যুব তৃণমূল রক্তদান শিবিরের আয়োজন করল। পাশাপাশি,মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদান এগিয়ে আসার জন্য যুব তৃণমূল সচেতনতা ও গড়ে তোলার ওপর সমান গুরুত্ব দিয়েছে।
👁️দেখুন 🎦ভিডিও। 👇