Home > জঙ্গলমহল খাতড়া > শহীদ যাত্রায় রানীবাঁধে শহীদ অজিত মূর্মুর বাড়ীতে যেতে পুলিশের বাধা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে,দিল্লীতে নালিশ।
শহীদ যাত্রায় রানীবাঁধে শহীদ অজিত মূর্মুর বাড়ীতে যেতে পুলিশের বাধা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে,দিল্লীতে নালিশ।
BY Admin24 Aug 2021 12:06 AM IST

X
Admin24 Aug 2021 12:06 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সোমবার দুপুরে বিজেপির শহীদ যাত্রায় বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে রানীবাঁধের পুনশ্যা গ্রামে শহীদ অজিত মূর্মুর বাড়ীতে যাওয়ার পথে পুলিশ আটকে দেওয়ায় ঘটনায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের সাথে পুলিশের বচসাও চলে।
পুলিশ বিজেপির শহীদ যাত্রা আটকে দিলে শহীদ অজিত মূর্মুর বাড়ীর সামনে ধর্ণায় বসে প্রতিবাদে সামিল হয় বিজেপি। খোদ কেন্দ্রীয় মন্ত্রীও মাটিতে বসে প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। এরপর তিনি সাংবাদিকদের বলেন বাংলায় তালিবানী শাসন কায়েম হয়েছে। এভাবে পুলিশ বাধা দিতে পারেনা। এই ঘটনা ইচ্ছাকৃত এবং শহীদ অজিত মূর্মুর বাড়ীতে যেন আমরা না ঢুকতে পারি তার জন্য এই পন্থা নিয়েছে পুলিশ। তিনি এনিয়ে দিল্লীতে নালিশও জানাচ্ছেন।
👁️দেখুন🎦ভিডিও। 👇
Next Story